leadT1ad

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৯: ১৩
গত বছরের ২১ নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্ট সেনাকুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। ছবি: বিএনপি মিডিয়া সেল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। একইসঙ্গে তার চিকিৎসায় যেন কোনো ধরনের অবহেলা বা ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দেওয়া এক পোস্টে এসব জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতির খোঁজখবর রাখছেন এবং তার চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন।

পোস্টে প্রধান উপদেষ্টা বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম জিয়ার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। দেশের বর্তমান পরিস্থিতিতে তার সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Ad 300x250

সম্পর্কিত