স্ট্রিম প্রতিবেদক

বাউলদের পক্ষে ‘অবস্থান’ নেওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছেন হেফাজত ইসলামের নেতারা। একইসঙ্গে তারা এই ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজের পরে বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা হুঁশিয়ারি দেন, সরকার অবস্থান বদল না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশের আগে বায়তুল মোকাররম মসজিদের জুমার বয়ানে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বলা হয়, পৃথিবীর যে শক্তিই হোক, আল্লাহ ও নবী-রাসুলের শানে বেয়াদবি করলে তাঁকে ছাড় দেওয়া হবে না।
সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের আমির জুনায়েদ আল হাবীব বাউলদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ফরহাদ মজহারের অবস্থানের সমালোচনা করেন। তিনি দুজনকেই ক্ষমা চাওয়ার আহ্বান জানান, বিশেষ করে ক্ষমা না চাইলে ফরহাদ মজহারকে গ্রেপ্তারের দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তাঁর প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, ‘যারা বাউলদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করছে।’
পালাগানে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর মুক্তির দাবিতে ভক্তরা শহরে কর্মসূচি পালন করতে গেলে ‘মব’ তৈরি করে তাদের ওপর হামলা হয়।
এসব ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ চলছে। দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে হামলার ঘটনায় মানিকগঞ্জে আহত এক বাউলশিল্পী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। তবে ওই মামলায় এখনও কোনো গ্রেপ্তার নেই।
এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে জুনায়েদ বলেন, ‘সরকার বাউলদের বিরুদ্ধে আন্দোলনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। বাউলদের পক্ষ নিয়ে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সবগুলো প্রত্যাহার করতে হবে। অভিযুক্ত বাউলদের গ্রেপ্তার করতে হবে। তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করা হলে দেশের প্রতিটি মসজিদ থেকে আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে হেফাজত নেতারা বলেন, বিভিন্ন সময় ধর্ম অবমাননা হলেও প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় না। যখন সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে, তখন প্রশাসন, রাজনীতিবিদ ও এক শ্রেণির বুদ্ধিজীবী এসব মানুষদের বিরুদ্ধে কথা বলা শুরু করে। বাউল আবুল সরকারের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি করা হয়েছে।
হেফাজতের নায়েবে আমির আহমদ আলী কাসেমী সমাবেশে বলেন, ‘যারা আবুল সরকারের পক্ষে বিবৃতি দিয়েছেন, তারা আগামীতে ক্ষমতায় যেতে চান। এই ধরনের কাজে সমর্থন দিয়ে বিগত সরকার ক্ষমতায় টিকতে পারেনি।’
হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বাউল আবুল সরকার যা করেছেন, তা সরাসরি কুরআন অবমাননা। মুসলমানের এই দেশে কুরআনের বিরুদ্ধে বলে কেউ থাকতে পারবেন না। বাউলদের পক্ষাবলম্বন যারা করেছেন, তারাও ঈমানহারা হয়ে গেছেন।’ নির্বাচনের আগে ধর্মীয় বিশ্বাস নিয়ে উসকানিকে ‘বিদেশি ষড়যন্ত্র’ আখ্যায়িত করেন তিনি।
হেফাজতের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ বলেন, ‘আন্দোলনকারীদের ধর্মান্ধগোষ্ঠী বলে যারা কটূক্তি করেছেন, তাদের বলতে চাই– বাঙালি জাতিসত্তার আগে মুসলিম জাতিসত্তা না মানলে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।’
সমাবেশে বক্তৃতা করেন হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা আবদুর রব ইউসুফী, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম প্রমুখ। নেতারা আরও বলেন, হেফাজত বাউল সম্প্রদায়ের নয়, আন্দোলন করছে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে।
হেফাজত ইসলামের পল্টন জোনের উদ্যোগে সমাবেশের পরে বাউলশিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

বাউলদের পক্ষে ‘অবস্থান’ নেওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছেন হেফাজত ইসলামের নেতারা। একইসঙ্গে তারা এই ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজের পরে বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা হুঁশিয়ারি দেন, সরকার অবস্থান বদল না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশের আগে বায়তুল মোকাররম মসজিদের জুমার বয়ানে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বলা হয়, পৃথিবীর যে শক্তিই হোক, আল্লাহ ও নবী-রাসুলের শানে বেয়াদবি করলে তাঁকে ছাড় দেওয়া হবে না।
সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের আমির জুনায়েদ আল হাবীব বাউলদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ফরহাদ মজহারের অবস্থানের সমালোচনা করেন। তিনি দুজনকেই ক্ষমা চাওয়ার আহ্বান জানান, বিশেষ করে ক্ষমা না চাইলে ফরহাদ মজহারকে গ্রেপ্তারের দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তাঁর প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, ‘যারা বাউলদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করছে।’
পালাগানে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর মুক্তির দাবিতে ভক্তরা শহরে কর্মসূচি পালন করতে গেলে ‘মব’ তৈরি করে তাদের ওপর হামলা হয়।
এসব ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ চলছে। দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে হামলার ঘটনায় মানিকগঞ্জে আহত এক বাউলশিল্পী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। তবে ওই মামলায় এখনও কোনো গ্রেপ্তার নেই।
এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে জুনায়েদ বলেন, ‘সরকার বাউলদের বিরুদ্ধে আন্দোলনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। বাউলদের পক্ষ নিয়ে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সবগুলো প্রত্যাহার করতে হবে। অভিযুক্ত বাউলদের গ্রেপ্তার করতে হবে। তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করা হলে দেশের প্রতিটি মসজিদ থেকে আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে হেফাজত নেতারা বলেন, বিভিন্ন সময় ধর্ম অবমাননা হলেও প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় না। যখন সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে, তখন প্রশাসন, রাজনীতিবিদ ও এক শ্রেণির বুদ্ধিজীবী এসব মানুষদের বিরুদ্ধে কথা বলা শুরু করে। বাউল আবুল সরকারের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি করা হয়েছে।
হেফাজতের নায়েবে আমির আহমদ আলী কাসেমী সমাবেশে বলেন, ‘যারা আবুল সরকারের পক্ষে বিবৃতি দিয়েছেন, তারা আগামীতে ক্ষমতায় যেতে চান। এই ধরনের কাজে সমর্থন দিয়ে বিগত সরকার ক্ষমতায় টিকতে পারেনি।’
হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বাউল আবুল সরকার যা করেছেন, তা সরাসরি কুরআন অবমাননা। মুসলমানের এই দেশে কুরআনের বিরুদ্ধে বলে কেউ থাকতে পারবেন না। বাউলদের পক্ষাবলম্বন যারা করেছেন, তারাও ঈমানহারা হয়ে গেছেন।’ নির্বাচনের আগে ধর্মীয় বিশ্বাস নিয়ে উসকানিকে ‘বিদেশি ষড়যন্ত্র’ আখ্যায়িত করেন তিনি।
হেফাজতের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ বলেন, ‘আন্দোলনকারীদের ধর্মান্ধগোষ্ঠী বলে যারা কটূক্তি করেছেন, তাদের বলতে চাই– বাঙালি জাতিসত্তার আগে মুসলিম জাতিসত্তা না মানলে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।’
সমাবেশে বক্তৃতা করেন হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা আবদুর রব ইউসুফী, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম প্রমুখ। নেতারা আরও বলেন, হেফাজত বাউল সম্প্রদায়ের নয়, আন্দোলন করছে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে।
হেফাজত ইসলামের পল্টন জোনের উদ্যোগে সমাবেশের পরে বাউলশিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পর আজ শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে ২০২৬–২৮ কার্যকালের জন্য তিনি এই শপথ নেন।
৫ মিনিট আগে
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশের আপামর জনগণ পুরনো, বস্তাপঁচা, দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়। নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না।’
২ ঘণ্টা আগে
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
৩ ঘণ্টা আগে
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) দেশের রাজনীতিতে গুণগত সংস্কার আনতে চায় বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, আমরা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী না। আমরা জনগণের ক্ষমতায়নের রাজনীতি করতে চাই।
৪ ঘণ্টা আগে