স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ শতক জমি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফন ২০ ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এর আগে, ৮ অক্টোবর বুধবার সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলায় মারা যান আমেনা বেগম (৬৫) নামে ওই নারী। তিনি মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আমেনা বেগম মৃত্যুর আগে উত্তরাধিকারীদের সম্পত্তির কিছু বেশি অংশ ছোট ছেলে সাইফুল্লাহকে দিয়ে যান। ৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় জেলার বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে মারা যান আমেনা বেগম। পরে সেখান থেকে মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়।
মরদেহ বাড়িতে রেখেই বড় ছেলে নজিব উল্ল্যাহকে বঞ্চিত করে সম্পত্তি ছোট ছেলেকে রেজিস্ট্রি করিয়ে দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। সেই বিরোধ নিয়ে মায়ের মরদেহ সামনে রেখেই এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। সেখানে তার নির্দেশনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপর বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিক সমঝোতায় মায়ের মরদেহ দাফনে তারা সম্মত হন। মায়ের দাফন শেষে স্থানীয় লোকজন বৈঠক করে তাদের পারিবারিক সম্পত্তির বিরোধ নিষ্পত্তি করে দেবেন।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ শতক জমি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফন ২০ ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এর আগে, ৮ অক্টোবর বুধবার সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলায় মারা যান আমেনা বেগম (৬৫) নামে ওই নারী। তিনি মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আমেনা বেগম মৃত্যুর আগে উত্তরাধিকারীদের সম্পত্তির কিছু বেশি অংশ ছোট ছেলে সাইফুল্লাহকে দিয়ে যান। ৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় জেলার বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে মারা যান আমেনা বেগম। পরে সেখান থেকে মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়।
মরদেহ বাড়িতে রেখেই বড় ছেলে নজিব উল্ল্যাহকে বঞ্চিত করে সম্পত্তি ছোট ছেলেকে রেজিস্ট্রি করিয়ে দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। সেই বিরোধ নিয়ে মায়ের মরদেহ সামনে রেখেই এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। সেখানে তার নির্দেশনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপর বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিক সমঝোতায় মায়ের মরদেহ দাফনে তারা সম্মত হন। মায়ের দাফন শেষে স্থানীয় লোকজন বৈঠক করে তাদের পারিবারিক সম্পত্তির বিরোধ নিষ্পত্তি করে দেবেন।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দেওয়া অভিযোগপত্রে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী । আজ শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলাসংক্রান্ত এক ব্রিফিংয়ে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য জানান।
২৪ মিনিট আগেরাজধানীতে পুলিশি বাধায় জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ সময় সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেলে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সমাবেশ থেকে অন্তত ১২ থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
৩৪ মিনিট আগে‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনে নেতৃত্ব দিই: সংকটে মেয়েরা থাকে সামনের সারিতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (১১ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’। এ উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন আয়োজন রয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, ‘জাহাজ থেকে নামানোর পর তাঁদের হাঁটু গেড়ে উবু হয়ে বসতে বাধ্য করা হয়। প্রায় দুই ঘণ্টা মাথা নিচু করে সে অবস্থায় রাখা হয় তাঁদের।’
১ ঘণ্টা আগে