স্ট্রিম প্রতিবেদক
‘সে হাঁটতে ভালোবাসত। খুবই প্রিয় ছিল তাঁর হাঁটা এবং সেই হাঁটার সময় আমার মনে হতো যে মনজুরুল ইসলাম একটা কাজ শেষ করে আরেকটা কাজে যাচ্ছে অথবা যেন হাঁটতে হাঁটতে চিন্তা করছে। তাঁকে আমি কখনো বিষণ্ণ দেখিনি, হতাশ হতে দেখিনি।’ লেখক, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে তাঁকে নিয়ে এমনভাবেই স্মৃতিচারণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, তাঁর শিক্ষক ও দীর্ঘদিনের সহকর্মী সিরাজুল ইসলাম চৌধুরী।
সৈয়দ মনজুরুল ইসলাম গতকাল শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মৃত্যবরণ করেন। তাঁর স্মরণে আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। আজ সকাল ১১টার দিকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ শহীদ মিনার চত্বরে আনা হয়। এরপর বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত হয়ে তাঁকে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানাতে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘স্যারকে যখনই দেখতাম, উনি মন জুড়ানো একটা হাসি দিতেন। আমার কাছে মনে হয় কারো আত্মা খুব পরিষ্কার না হলে, হৃদয় খুব বিশুদ্ধ না হলে এভাবে হাসা যায় না। হাসিটাই ছিল ওনার সিগনেচার।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এসেছিলেন সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘উনি বেশ কয়েকটা পরিবেশ বিষয়ক ইস্যুতে আমার সঙ্গে কাজ করেছেন। অনেক বিবৃতিতে আমরা একসঙ্গে সই করেছি। আবার এমন অনেক বিবৃতি ছিল যেখানে উনি আমার সঙ্গে সই করতে চান নাই। কারণ ওনার একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুব স্পষ্ট ছিলেন। ওনার অবস্থান ব্যক্তিস্বার্থকেন্দ্রিক ছিল না। এটা তাঁর একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল…ছাত্রসমাজ তাঁদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে হারাল।’
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এসেছিলেন সদ্যই ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া শহিদুল আলম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘পাঠশালায় যখন আমাদের ওপরে অনেক রকম আগ্রাসন হয়েছিল, সেইসময় এই ব্যক্তি (সৈয়দ মনজুরুল ইসলাম) তাঁর কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদের বাঁচিয়েছিলেন।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শহীদ মিনার থেকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জোহর তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।
‘সে হাঁটতে ভালোবাসত। খুবই প্রিয় ছিল তাঁর হাঁটা এবং সেই হাঁটার সময় আমার মনে হতো যে মনজুরুল ইসলাম একটা কাজ শেষ করে আরেকটা কাজে যাচ্ছে অথবা যেন হাঁটতে হাঁটতে চিন্তা করছে। তাঁকে আমি কখনো বিষণ্ণ দেখিনি, হতাশ হতে দেখিনি।’ লেখক, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে তাঁকে নিয়ে এমনভাবেই স্মৃতিচারণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, তাঁর শিক্ষক ও দীর্ঘদিনের সহকর্মী সিরাজুল ইসলাম চৌধুরী।
সৈয়দ মনজুরুল ইসলাম গতকাল শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মৃত্যবরণ করেন। তাঁর স্মরণে আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। আজ সকাল ১১টার দিকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ শহীদ মিনার চত্বরে আনা হয়। এরপর বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত হয়ে তাঁকে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানাতে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘স্যারকে যখনই দেখতাম, উনি মন জুড়ানো একটা হাসি দিতেন। আমার কাছে মনে হয় কারো আত্মা খুব পরিষ্কার না হলে, হৃদয় খুব বিশুদ্ধ না হলে এভাবে হাসা যায় না। হাসিটাই ছিল ওনার সিগনেচার।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এসেছিলেন সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘উনি বেশ কয়েকটা পরিবেশ বিষয়ক ইস্যুতে আমার সঙ্গে কাজ করেছেন। অনেক বিবৃতিতে আমরা একসঙ্গে সই করেছি। আবার এমন অনেক বিবৃতি ছিল যেখানে উনি আমার সঙ্গে সই করতে চান নাই। কারণ ওনার একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুব স্পষ্ট ছিলেন। ওনার অবস্থান ব্যক্তিস্বার্থকেন্দ্রিক ছিল না। এটা তাঁর একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল…ছাত্রসমাজ তাঁদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে হারাল।’
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এসেছিলেন সদ্যই ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া শহিদুল আলম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘পাঠশালায় যখন আমাদের ওপরে অনেক রকম আগ্রাসন হয়েছিল, সেইসময় এই ব্যক্তি (সৈয়দ মনজুরুল ইসলাম) তাঁর কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদের বাঁচিয়েছিলেন।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শহীদ মিনার থেকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জোহর তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩৮ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
১ ঘণ্টা আগেজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আগামীকাল রোববার (১২ অক্টোবর) যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ, এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২ ঘণ্টা আগে