leadT1ad

পুলিশের বাধায় জাপার কর্মীসভা পন্ডের অভিযোগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৯: ৪২
রাজধানীতে পুলিশি বাধায় জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। সংগৃহীত ছবি

রাজধানীতে পুলিশি বাধায় জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ সময় সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেলে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সমাবেশ থেকে অন্তত ১২ থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্ট্রিমের কাছে এসব অভিযোগ করেছেন জাপার মহাসচিব শামীম পাটোয়ারি। তবে আহত ও আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শামীম পাটোয়ারি স্ট্রিমকে বলেন, জাতীয় পার্টির জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশ বাহিনী দিয়ে এই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

জাপা নেতাদের অভিযোগ, আজ বিকেল সাড়ে ৩টার দিকে কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনডে ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের কর্মী সমাবেশ পন্ড করে দেয় পুলিশ। কর্মীদের বসার চেয়ারও ভেঙে ফেলা হয়েছে।

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট জোনের পুলিশ কর্মকর্তারা বলতে পারবেন।

তবে রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ সংশ্লিষ্ট জোনের দায়িত্বশীল একাধিক পুলিশ কর্মকতাকে ফোন করে ও মেসেজ পাঠিয়েও অভিযোগ প্রসঙ্গে কোনো উত্তর বা সাড়া পাওয়া যায়নি।

Ad 300x250

সম্পর্কিত