leadT1ad

জাকসুর পরবর্তী সভায় মনোনীত হতে পারে সিনেট প্রতিনিধি

স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবন। সংগৃহীত ছবি

শপথ নেওয়ার পর চার দিন পর সোমবার (২২ সেপ্টেম্বর) প্রথম কার্যনির্বাহী সভায় অংশ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) প্রতিনিধিরা। এতে পরিবহন, খাদ্য সুবিধা নিশ্চিতসহ নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং বিরোধী কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শপথ নেন জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। কার্যনির্বাহী সভা ছাড়াও গত পাঁচ দিনে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছেন তাঁরা।

জাকসুর নির্বাচিত ২৫ জনের মধ্য থেকে পাঁচজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী সিনেটের সদস্য মনোনীত হন। তবে প্রথম সভায় সিনেটের প্রতিনিধি মনোনয়নের ব্যাপারে আলোচনা হয়নি বলে জানিয়েছেন জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম।

তিনি স্ট্রিমকে বলেন, প্রথম সভায় সবাই নিজেদের কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রাথমিকভাবে খাদ্য, পরিবহন ও র‌্যাগিং নির্মূল বিষয়ে কথা হয়েছে। পরবর্তী সভায় সিনেটের প্রতিনিধি মনোনয়ন নিয়ে আলোচনা হতে পারে।

ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়া, বিসিএস পরীক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করা, আবাসিক হলে নবীন শিক্ষার্থীদের আসন নিশ্চিতের বিষয়টি সমন্বয়ের কাজ করেছেন জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। গত শুক্রবার ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত ছাড়াও খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করেছিলেন জাকসুর প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার জন্য ইলেক্ট্রিক কার্টের রুট পরিবর্তন ও শাটল বাস বাড়িয়েছেন। পাশাপাশি প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতে হল প্রশাসন ও হল সংসদের মধ্যে সমন্বয়ের কাজ করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ। একইসঙ্গে জাকসুর পক্ষ থেকে অ্যান্টি র‌্যাগিং সেল গঠন করা হয়েছে।

এছাড়া জুলাই আন্দোলনে সাভার অঞ্চলের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত জাকসুর সাবেক জিএস মোজাম্মেল হকের কবর জিয়ারত, জুলাইয়ের স্মারক ভাস্কর্য ‘অদম্য ২৪’ ও জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়েছেন জাকসুর নির্বাচিতরা।

এদিকে, সোমবার অনুষ্ঠিত প্রথম কার্যনির্বাহী সভায় জাকসুর ভিপি আব্দুর রশীদ জিতু ও জিএস মাজহারুল ইসলামসহ নির্বাচিত অন্য প্রতিনিধি ছাড়াও সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জাকসুর গঠনতন্ত্রে নতুন ১১টি পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবহন ব্যবস্থার উন্নতি, আধুনিক জাকসু ভবন নির্মাণ, বটতলায় সৌচাগার নির্মাণ, সাইবার সেল গঠন, খেলাধুলায় বাজেট বৃদ্ধি, অনুষদভিত্তিক নামাজের জায়গা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে।

জাকসুর ভিপি আব্দুর রশীদ জিতু স্ট্রিমকে বলেন, ‘শুরু থেকেই আমরা শিক্ষার্থী-সংশ্লিষ্ট বেশকিছু কাজ করেছি। সোমবার আমরা প্রথম সভা করেছি। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন সম্যসা নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি শিক্ষার্থীদের সম্যসাগুলো আমরা সমাধান করতে পারব।’

Ad 300x250

সম্পর্কিত