leadT1ad

বসুন্ধরা সিটির সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন আটক

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত ছবি

রাজধানীর বসুন্ধরা সিটির সামনে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অন্তত ৫০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার সদস্যরা।

আজ বুধুবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই তথ্য জানিয়েছেন কলাবাগান থানার পরির্দশক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।

তিনি স্ট্রিমকে বলেন, ‘এখন পর্যন্ত অন্তত ৫০ জনকে আটক করেছি। আটককৃতরা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বসুন্ধরা সিটির সামনে একাধিক জায়গায় জড়ো হয়েছিলেন। দুপুর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৪টা) বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বসুন্ধরার সামনে বিএনপির কয়েক কর্মী স্ট্রিমকে বলেন, পুলিশের পাশাপাশি আমরাও ধরে দিয়েছি। যারা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন কিংবা মিছিলের জন্য জড়ো হয়েছিলেন তাঁদের কেউই এই এলাকার নয়। ধরার সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাদের অধিকাংশই নারায়ণগঞ্জ এলাকা থেকে এসেছেন।

এদিকে ডিসি মিডিয়া তালেবুর রহমান জানিয়েছেন, আজ দুপুরের দিকে কারওয়ান বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এসময় পুলিশ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছেন। তাদের কাছ থেকে ককটেল উদ্ধার হয়েছে।

তিনি বলেন, তেজগাঁওয়ের ঘটনা সম্পর্কে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম আজ বিকেল ৫ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন।

Ad 300x250

সম্পর্কিত