leadT1ad

তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
ভোলা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪১
ভোলার দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। সংগৃহীত ছবি

ভোলার দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদের ভাতিজা।

বুধবার দুপুর সোয়া একটার দিকে রাজধানীর শাজাহানপুর থানার মালিবাগ এলাকা হতে তাঁকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার বিকেলে ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালবেুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সিটিটিসি’র বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, বুধবার দুপুরে সিটিটিসির একটি দল শাজাহানপুর থানার মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। গ্রেফতার ইফতারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Ad 300x250

সম্পর্কিত