leadT1ad

রংপুরে খবর প্রকাশের জেরে সাংবাদিককে তুলে নিয়ে মারধর, প্রতিবাদ করায় হেনস্তা

১৫ বছর ধরে রংপুর সিটিতে অটোরিকশার চালানো জন্য লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে রসিক। কিন্তু এখন গোপনে ৫০০ লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বর্তমান প্রশাসক শহিদুল ইসলামের নেতৃত্বে। এর মধ্যে ২৫০টি লাইসেন্স জুলাই যোদ্ধা, বাকি অর্ধেক জুলাই রাজবন্দীদের দেওয়া হবে।

স্ট্রিম সংবাদদাতা
রংপুর
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০৩
সাংবাদিক লিয়াকত আলী বাদল। স্ট্রিম ছবি

রংপুর সিটি করপোরেশনের (রসিক) বর্তমান প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে খবর প্রকাশের জেরে এক জ্যেষ্ঠ সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে জানাতে গিয়ে রসিক কর্মচারীদের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন জেলার সাংবাদিক নেতা ও সংবাদকর্মীরা।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় রংপুরের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম এবং রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উম্মে ফাতিমা ইন্ধন দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অবিলম্বে প্রধান নির্বাহী উম্মে ফাতেমার প্রত্যাহার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেতারা। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে বৃহত্তর আন্দোলনের ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা। আগামী সোমবার সকাল ১১টায় মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।

তুলে নিয়ে মারধর করা সাংবাদিক লিয়াকত আলী বাদল বেসরকারি সেটেলাইট চ্যানেলে একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক। রোববার দুপুর ১২টার দিকে তাঁকে কাচারী বাজার থেকে তুলে নিয়ে যান এনায়েত আলী রকি ও তাঁর লোকজন। রকি নগরের জাহাজ কোম্পানি এলাকার বাসিন্দা।

রসিক কর্মচারীদের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন জেলার সাংবাদিক নেতা ও সংবাদকর্মীরা। স্ট্রিম ছবি
রসিক কর্মচারীদের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন জেলার সাংবাদিক নেতা ও সংবাদকর্মীরা। স্ট্রিম ছবি

সাংবাদিক লিয়াকত আলী বলেন, ‘এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের নির্দেশে সন্ত্রাসী রকি ও তাঁর লোকজন আমাকে আজ কাচারী বাজার থেকে তুলে নিয়ে মারধর করে। পরে সিটি করপোরেশনে নিয়ে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জোর করে ক্ষমা চাইতে বলে। আমি অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। আমি মারধরের ন্যায়বিচার চাই।’

যা ঘটে ছিল আজ

রোববার দুপুর ১২টার দিকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে বাজার থেকে তুলে নিয়ে যান রকি ও তাঁর লোকজন। ঘটনাটি জানাজানি হলে সিটি করপোরেশন ছুটে যান রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও কর্মরত সাংবাদিকরা। তাঁরা করপোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের উপস্থিতেই গেট বন্ধ করে তাঁদের ওপর দফা হামলা চালান রসিকের কর্মচারীরা। এ সময় তাঁদের হেনস্থা করে সিটি করপোরেশন থেকে বের করে দেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রিপোর্টাস ক্লাব রংপুরে সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ বলেন, ‘সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে– এটাই গণতন্ত্রের নীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার প্রত্যাহার চাই।’

যে কারণে নির্যাতন

নির্যাতনের শিকার সাংবাদিক লিয়াকত আলী জানান, ১৫ বছর ধরে রংপুর সিটিতে অটোরিকশার চালানো জন্য লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে রসিক। কিন্তু এখন গোপনে ৫০০ লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বর্তমান প্রশাসক শহিদুল ইসলামের নেতৃত্বে। এর মধ্যে ২৫০টি লাইসেন্স জুলাই যোদ্ধা, বাকি অর্ধেক জুলাই রাজবন্দীদের দেওয়া হবে। গত ৮ সেপ্টেম্বর ওই লাইসেন্স দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

এদিকে রংপুর শহরে একটি লাইসেন্স বিক্রি হয় প্রায় দুই লাখ টাকায়। সেই হিসেবে নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে অন্তত পাঁচ কোটি টাকার বাণিজ্য করতে যাচ্ছেন কর্মকর্তারা।

রসিক কর্মচারীদের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন জেলার সাংবাদিক নেতা ও সংবাদকর্মীরা। স্ট্রিম ছবি
রসিক কর্মচারীদের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন জেলার সাংবাদিক নেতা ও সংবাদকর্মীরা। স্ট্রিম ছবি

এর বিরুদ্ধে বুধবার (১৭ সেপ্টেম্বর) দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হয় রসিক কর্মকর্তারা।

যা বলছেন সাংবাদিক নেতারা

সাংবাদিককে তুলে নিয়ে মারধরের প্রতিবাদে দুপুরে রসিকের প্রধান নির্বাহীর কার্যালয়ের সামনে অবস্থান নেন সংগঠনের নেতারা। এতে বক্তারা জানান, সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। তাঁরা অবিলম্বে প্রধান নির্বাহী উম্মে ফাতেমার প্রত্যাহার ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, ‘আমরা শুধু উদ্বিগ্ন নই, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বাদল একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং রংপুর বিভাগের সাংবাদিক সমাজের সদস্যসচিব। তাঁকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন হবে।’

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, ‘হামলার মাস্টারমাইন্ড সিটি করপোরেশনের সিইও। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।’

কী বলছেন অভিযুক্ত ও পুলিশ

অভিযোগ বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা মোবাইল ফোনে স্ট্রিমকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারবে না। যদি কেউ সিঙ্গেল প্রমাণ করতে পারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তা মেনে নেব।’

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। সিসি টিভি ফুটেজ দেখে দোষীদের আইনে আওতায় আনা হবে। ইতিমধ্যে একজনের নাম জানতে পেরেছি।’

Ad 300x250

সম্পর্কিত