স্ট্রিম প্রতিবেদক
শিল্পকলায় মহাপরিচালক নিয়োগ দেওয়ার পাশাপাশি আরও চারজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি ও লেখক রেজাউদ্দিন স্টালিন। পরিচালকরা হলেন—প্রশিক্ষণ বিভাগে শাহীন দিল-রিয়াজ, প্রযোজনা বিভাগে ড্যানিয়েল আফজালুর রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে সালমা জামাল মৌসুম এবং নাটক ও চলচ্চিত্র বিভাগে দীপক কুমার গোস্বামী।
শাহীন দিল-রিয়াজ ইউরোপ ও এশিয়াভিত্তিক একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক ও লেখক। তিনি বার্লিনের ফ্রাই ইউনিভার্সিটি এবং কনরাড উলফ ইউনিভার্সিটি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে সিনেমাটোগ্রাফিতে স্নাতক সম্পন্ন করেন। তাঁর প্রথম চলচ্চিত্র স্যান্ড অ্যান্ড ওয়াটার মুক্তি পায় ২০০২ সালে। এরপর থেকে তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিকভাবে কাজ করছেন এবং জার্মানির কনস্টান্স বিশ্ববিদ্যালয়ে ফেলো ও অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড্যানিয়েল রহমান একজন ব্র্যান্ড ও গণমাধ্যম বিশেষজ্ঞ, যাঁর রয়েছে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা। তিনি দেশের শীর্ষ এফএম রেডিও স্টেশনগুলো—যেমন রেডিও ফুর্তি, রেডিও এবিসি ইত্যাদি—প্রতিষ্ঠা ও পরিচালনায় যুক্ত ছিলেন।
সালমা জামাল মৌসুম গিদ্রী বাওলি ফাউন্ডেশন অব আর্টসে গবেষণা ও পরিকল্পনা সমন্বয়ক হিসেবে কাজ করছেন, যেখানে তিনি সহযোগিতামূলক ও নির্দিষ্ট স্থানভিত্তিক আন্তর্জাতিক শিল্প প্রকল্প পরিচালনা করেন। তিনি ২০০৫ সাল থেকে ঢাকার জনশিল্প আন্দোলন ‘ছবির হাট’-এ সক্রিয় রয়েছেন।
দীপক কুমার গোস্বামী একজন বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা, ভয়েস-ডাবিং শিল্পী এবং পরিচালক। তিনি তীরন্দাজ রেপার্টরি নাট্যদলের প্রধান। তিনি 'তালাশ' ও 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং উল্লেখযোগ্য বাংলা ডাবিং প্রজেক্ট পরিচালনা করেছেন। তিনি নাটক ও চলচ্চিত্র বিভাগকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এর দায়িত্ব পালন করবেন।
শিল্পকলায় মহাপরিচালক নিয়োগ দেওয়ার পাশাপাশি আরও চারজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি ও লেখক রেজাউদ্দিন স্টালিন। পরিচালকরা হলেন—প্রশিক্ষণ বিভাগে শাহীন দিল-রিয়াজ, প্রযোজনা বিভাগে ড্যানিয়েল আফজালুর রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে সালমা জামাল মৌসুম এবং নাটক ও চলচ্চিত্র বিভাগে দীপক কুমার গোস্বামী।
শাহীন দিল-রিয়াজ ইউরোপ ও এশিয়াভিত্তিক একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক ও লেখক। তিনি বার্লিনের ফ্রাই ইউনিভার্সিটি এবং কনরাড উলফ ইউনিভার্সিটি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে সিনেমাটোগ্রাফিতে স্নাতক সম্পন্ন করেন। তাঁর প্রথম চলচ্চিত্র স্যান্ড অ্যান্ড ওয়াটার মুক্তি পায় ২০০২ সালে। এরপর থেকে তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিকভাবে কাজ করছেন এবং জার্মানির কনস্টান্স বিশ্ববিদ্যালয়ে ফেলো ও অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড্যানিয়েল রহমান একজন ব্র্যান্ড ও গণমাধ্যম বিশেষজ্ঞ, যাঁর রয়েছে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা। তিনি দেশের শীর্ষ এফএম রেডিও স্টেশনগুলো—যেমন রেডিও ফুর্তি, রেডিও এবিসি ইত্যাদি—প্রতিষ্ঠা ও পরিচালনায় যুক্ত ছিলেন।
সালমা জামাল মৌসুম গিদ্রী বাওলি ফাউন্ডেশন অব আর্টসে গবেষণা ও পরিকল্পনা সমন্বয়ক হিসেবে কাজ করছেন, যেখানে তিনি সহযোগিতামূলক ও নির্দিষ্ট স্থানভিত্তিক আন্তর্জাতিক শিল্প প্রকল্প পরিচালনা করেন। তিনি ২০০৫ সাল থেকে ঢাকার জনশিল্প আন্দোলন ‘ছবির হাট’-এ সক্রিয় রয়েছেন।
দীপক কুমার গোস্বামী একজন বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা, ভয়েস-ডাবিং শিল্পী এবং পরিচালক। তিনি তীরন্দাজ রেপার্টরি নাট্যদলের প্রধান। তিনি 'তালাশ' ও 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং উল্লেখযোগ্য বাংলা ডাবিং প্রজেক্ট পরিচালনা করেছেন। তিনি নাটক ও চলচ্চিত্র বিভাগকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এর দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বর্তমান কার্যক্রম দেখে লজ্জা লাগে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
১ ঘণ্টা আগেআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুজবে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেজুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসু এই ধরনের মন্তব্যকে শিক্ষার্থীদের মর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির ওপর আঘাত বলে মনে করে তারা।
২ ঘণ্টা আগে