স্ট্রিম ডেস্ক
এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন গবেষক—মেরি ই. ব্রানকাও, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাঁরা এ সম্মানজনক পদকে ভূষিত হচ্ছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) নোবেল অ্যাসেম্বলি তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেজে বিবৃতিতে বিষয়টি জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, মানবদেহের কীভাবে প্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) নিয়ন্ত্রণে থাকে তা নিয়ে গবেষণা করেছেন এই তিন গবেষক। দেহের শক্তিশালী ইমিউন সিস্টেম নিয়ন্ত্রিত না হলে তা শরীরের অঙ্গগুলোকে আক্রমণ করতে পারে। এই তিন বিজ্ঞানী প্রতিরোধব্যবস্থা স্বয়ং যেন শরীরে কোনো ক্ষতি না করে তা নজরদারি এবং প্রতিরোধব্যবস্থার আক্রমণ ঠেকানোর মেডিসিন আবিষ্কার করেছেন।
তাঁদের এই আবিষ্কারে পেরিফেরাল টলারেন্স নামে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেছে, যা ক্যান্সার এবং অটোইমিউন রোগের চিকিৎসা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন (transplantation) আরও সফল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই আবিষ্কারের ভিত্তিতে তৈরি বেশ কয়েকটি চিকিৎসা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে।
মেরি ই. ব্রানকাও যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইন্সটিটিউট ফর সিস্টেম বায়োলজিতে কর্মরত আছেন। ফ্রেড রামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপেটিক্সে কর্মরত আছেন। আর শিমন সাকাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে কাজ করছেন।
এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন গবেষক—মেরি ই. ব্রানকাও, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাঁরা এ সম্মানজনক পদকে ভূষিত হচ্ছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) নোবেল অ্যাসেম্বলি তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেজে বিবৃতিতে বিষয়টি জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, মানবদেহের কীভাবে প্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) নিয়ন্ত্রণে থাকে তা নিয়ে গবেষণা করেছেন এই তিন গবেষক। দেহের শক্তিশালী ইমিউন সিস্টেম নিয়ন্ত্রিত না হলে তা শরীরের অঙ্গগুলোকে আক্রমণ করতে পারে। এই তিন বিজ্ঞানী প্রতিরোধব্যবস্থা স্বয়ং যেন শরীরে কোনো ক্ষতি না করে তা নজরদারি এবং প্রতিরোধব্যবস্থার আক্রমণ ঠেকানোর মেডিসিন আবিষ্কার করেছেন।
তাঁদের এই আবিষ্কারে পেরিফেরাল টলারেন্স নামে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেছে, যা ক্যান্সার এবং অটোইমিউন রোগের চিকিৎসা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন (transplantation) আরও সফল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই আবিষ্কারের ভিত্তিতে তৈরি বেশ কয়েকটি চিকিৎসা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে।
মেরি ই. ব্রানকাও যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইন্সটিটিউট ফর সিস্টেম বায়োলজিতে কর্মরত আছেন। ফ্রেড রামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপেটিক্সে কর্মরত আছেন। আর শিমন সাকাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে কাজ করছেন।
এ মাসের শুরতে গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। এটি ছিল একটি বেসামরিক মানবিক মিশন, যার উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙা। এতে প্রায় ৪৫০ জন আন্তর্জাতিক অধিকার কর্মী আটক হন। ইতালি, স্পেন, নিউজিল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন দেশের কর্মীরা ফেরত গিয়ে অভিযোগ করেছেন, আটক অবস্
৫ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের তিব্বত এলাকায় দুর্গম পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছেন। এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উঁচুতে অবস্থিত। প্রবল বরফে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় শত শত গ্রামবাসী ও উদ্ধারকর্মী পথ পরিষ্কারের কাজ চালাচ্ছেন।
১০ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার সিদোয়ারজোতে একটি ইসলামি বোর্ডিং স্কুলের নামাজঘর ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। গত ২৯ সেপ্টেম্বর ধসের পর থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
১২ ঘণ্টা আগেসেপ্টেম্বরের শেষদিকে তালেবানরা আফগানিস্তানে হঠাৎ করে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। এতে ৪৩ মিলিয়ন মানুষ টানা ৪৮ ঘণ্টা ডিজিটাল বিচ্ছিন্নতায় পড়ে। মোবাইল ফোন, স্যাটেলাইট টিভি এবং ল্যান্ডলাইন যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়।
১ দিন আগে