leadT1ad

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৬: ৪৩
চিকিৎসায় নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। ছবি: সংগৃহীত

এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন গবেষক—মেরি ই. ব্রানকাও, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাঁরা এ সম্মানজনক পদকে ভূষিত হচ্ছেন।

আজ সোমবার (৬ অক্টোবর) নোবেল অ্যাসেম্বলি তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেজে বিবৃতিতে বিষয়টি জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, মানবদেহের কীভাবে প্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) নিয়ন্ত্রণে থাকে তা নিয়ে গবেষণা করেছেন এই তিন গবেষক। দেহের শক্তিশালী ইমিউন সিস্টেম নিয়ন্ত্রিত না হলে তা শরীরের অঙ্গগুলোকে আক্রমণ করতে পারে। এই তিন বিজ্ঞানী প্রতিরোধব্যবস্থা স্বয়ং যেন শরীরে কোনো ক্ষতি না করে তা নজরদারি এবং প্রতিরোধব্যবস্থার আক্রমণ ঠেকানোর মেডিসিন আবিষ্কার করেছেন।

তাঁদের এই আবিষ্কারে পেরিফেরাল টলারেন্স নামে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেছে, যা ক্যান্সার এবং অটোইমিউন রোগের চিকিৎসা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন (transplantation) আরও সফল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই আবিষ্কারের ভিত্তিতে তৈরি বেশ কয়েকটি চিকিৎসা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে।

মেরি ই. ব্রানকাও যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইন্সটিটিউট ফর সিস্টেম বায়োলজিতে কর্মরত আছেন। ফ্রেড রামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপেটিক্সে কর্মরত আছেন। আর শিমন সাকাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে কাজ করছেন।

Ad 300x250

সম্পর্কিত