স্ট্রিম ডেস্ক

ইন্দোনেশিয়ার সিদোয়ারজোতে একটি ইসলামি বোর্ডিং স্কুলের নামাজঘর ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। গত ২৯ সেপ্টেম্বর ধসের পর থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, ভারী যন্ত্রপাতি ও হাতের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে শনিবার ও রবিবার ৩৫টি লাশ উদ্ধার করা হয়। এখনও অন্তত ১৩ জন নিখোঁজ বলে জানানো হয়েছে।
ধসে পড়া দোতলা ভবনটি ছিল সিদোয়ারজোর শত বছরের পুরোনো আল খোজিনি স্কুলের। এখানে শতাধিক শিক্ষার্থী ছিল, যাদের বয়স ছিল ১২ থেকে ১৯ বছরের মধ্যে। দুর্ঘটনায় আহত ৯৭ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। গুরুতর আহত ৬ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ প্রশাসনের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া ভবনের উপরে আরও দুটি তলা নির্মাণ করছিল। এতে এর কাঠামো দুর্বল হয়ে পুরো ভবন ধসে পড়ে। নির্মাণ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নির্মাণই এই বিপর্যয়ের মূল কারণ।
সিদোয়ারজো জেলার প্রধান সুবান্দি স্বীকার করেছেন, গ্রামীণ এলাকায় অনেক স্কুল ভবন অনুমতি ছাড়াই তৈরি হয়। অথচ আইন অনুযায়ী নির্মাণ শুরুর আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এ ধরনের অবহেলায় মৃত্যু ঘটলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
স্কুলের তত্ত্বাবধায়ক ও স্থানীয় ধর্মীয় নেতা আবদুস সালাম মুজিব দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এটি আল্লাহর ইচ্ছা, আমাদের ধৈর্য ধরতে হবে।’
তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে। বিশেষজ্ঞদের সহযোগিতায় খতিয়ে দেখা হবে স্কুল কর্তৃপক্ষের অবহেলা কতটা দায়ী ছিল।

ইন্দোনেশিয়ার সিদোয়ারজোতে একটি ইসলামি বোর্ডিং স্কুলের নামাজঘর ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। গত ২৯ সেপ্টেম্বর ধসের পর থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, ভারী যন্ত্রপাতি ও হাতের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে শনিবার ও রবিবার ৩৫টি লাশ উদ্ধার করা হয়। এখনও অন্তত ১৩ জন নিখোঁজ বলে জানানো হয়েছে।
ধসে পড়া দোতলা ভবনটি ছিল সিদোয়ারজোর শত বছরের পুরোনো আল খোজিনি স্কুলের। এখানে শতাধিক শিক্ষার্থী ছিল, যাদের বয়স ছিল ১২ থেকে ১৯ বছরের মধ্যে। দুর্ঘটনায় আহত ৯৭ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। গুরুতর আহত ৬ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ প্রশাসনের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া ভবনের উপরে আরও দুটি তলা নির্মাণ করছিল। এতে এর কাঠামো দুর্বল হয়ে পুরো ভবন ধসে পড়ে। নির্মাণ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নির্মাণই এই বিপর্যয়ের মূল কারণ।
সিদোয়ারজো জেলার প্রধান সুবান্দি স্বীকার করেছেন, গ্রামীণ এলাকায় অনেক স্কুল ভবন অনুমতি ছাড়াই তৈরি হয়। অথচ আইন অনুযায়ী নির্মাণ শুরুর আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এ ধরনের অবহেলায় মৃত্যু ঘটলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
স্কুলের তত্ত্বাবধায়ক ও স্থানীয় ধর্মীয় নেতা আবদুস সালাম মুজিব দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এটি আল্লাহর ইচ্ছা, আমাদের ধৈর্য ধরতে হবে।’
তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে। বিশেষজ্ঞদের সহযোগিতায় খতিয়ে দেখা হবে স্কুল কর্তৃপক্ষের অবহেলা কতটা দায়ী ছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে একদিনের শীর্ষ বৈঠক শুরু করেছেন। আলোচনায় বাণিজ্য বাড়ানো ও ইউক্রেন যুদ্ধ–সম্পর্কিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রধানভাবে উঠে আসবে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পুতিনের এটি প্রথম ভারত সফর।
১৬ ঘণ্টা আগে
ইসরায়েল সমর্থিত ফিলিস্তিনের গাজার সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার ফোর্সেস’ নেতা ইয়াসের আবু শাবাব নিহত হয়েছেন। পপুলার ফোর্সেস এবং ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে দুই দিনের সফর শুরু করছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি পুতিনের প্রথম ভারক সফর। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সফরে একাধিক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
লেবানন ও ইসরায়েল প্রায় ৪০ বছর পর প্রথমবার সরাসরি আলোচনায় বসেছে। বুধবার দক্ষিণ লেবাননের নাকউরা শহরে যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকে দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা অংশ নেন। এতে দীর্ঘ চার দশকের অচলাবস্থা ভেঙে নতুন যোগাযোগের পথ খুলে যায়।
২ দিন আগে