leadT1ad

নতুন করে গাজার সচল হাসপাতালগুলোর আশপাশে ইসরায়েলের হামলা, নিহত ১৯

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৪০
বুধবার বড় বিস্ফোরণের পর গাজা শহরের ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুটি হাসপাতালের আশপাশে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার গাজার একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতাল আল-রানতিসিতে হামলা করেছিল ইসরায়েলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মাত্র কয়েকটি হাসপাতালে এখন কোনোরকম চিকিৎসা সেবা চালু আছে। এর মধ্যে একটি হলো আল-শিফা হাসপাতাল। গতকাল হাসপাতালটির চারপাশে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আল-আহলি হাসপাতালের কাছে চালানো অপর হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

এদিকে, গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। বিশেষ করে ইসরায়েলের স্থল হামলায় গাজায় বেসামরিক ফিলিস্তিনির প্রাণহানি ক্রমশ বাড়ছে।

এই হামলাকে ‘পূর্ণ মাত্রায় যুদ্ধ অপরাধ’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে হামাস বলেছে, ইসরায়েলি বাহিনীর গণহত্যা নিয়ে জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এই হামলা হয়েছে।

এর আগে, মঙ্গলবারের হামলার পর যুক্তরাজ্যের মিডল ইস্ট মিনিস্টার হামিশ ফ্যালকনার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেন, গাজায় শিশুদের চিকিৎসা দেওয়া আল-রানতিসি হাসপাতালে রাতভর বোমা বর্ষণের ঘটনায় তিনি ‘ভীতসন্ত্রস্ত’। তিনি বলেন, ‘ইনকিউবেটরে থাকা ও ডায়ালাইসিস চলা শিশুদের ওপর বোমাবর্ষণ করা উচিত না।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আল-রানতিসি শিশু হাসপাতাল তিন বার হামলার শিকার হয়েছে। এতে অন্তত ৪০ রোগী পালিয়ে যেতে বাধ্য হন। এছাড়া আরও ৪০ রোগী হাসপাতাল কর্মীদের সঙ্গে ভেতরে আটকা পড়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত গাজা যুদ্ধে ৬৫ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৩১ শিশুসহ অনাহারে মারা গেছেন ৩৬৭ জন। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ ফিলিস্তিনি।

Ad 300x250

সম্পর্কিত