ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের স্বীকারোক্তি
স্ট্রিম ডেস্ক
গাজায় চলমান যুদ্ধে প্রাণহানির ভয়াবহ চিত্র স্বীকার করলেন ইসরায়েলর সাবেক সেনাপ্রধান হারজি হালেভি। তাঁর ভাষ্য, প্রায় দুই বছর ধরে চলা অভিযানে গাজার প্রতি ১০ জনের মধ্যে একজনেরও বেশি নিহত বা আহত হয়েছেন। এই সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়, যা এতদিন ইসরায়েল বারবার প্রশ্নবিদ্ধ করেছে।
দক্ষিণ ইসরায়েলের আইন হাবেসোরে এক অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, ‘গাজায় মোট ২২ লাখ মানুষ। এদের মধ্যে ১০ শতাংশের বেশি আজ নিহত বা আহত। অর্থাৎ দুই লাখেরও বেশি মানুষ। এটি কোনো কোমল যুদ্ধ নয়’
হালেভির দেওয়া এই সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের সঙ্গে মিলে যায়। মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৬৪ হাজারের বেশি আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কর্মকর্তারা বারবার এই পরিসংখ্যানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। তারা অভিযোগ করেছেন মন্ত্রণালয়, হামাসের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে।
সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হালেভি বক্তব্যটি গত মঙ্গলবার দিলেও তা ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত হয় সপ্তাহান্তে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বক্তব্যের অডিও প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও অডিও সংগ্রহ করে এবং এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে যাচাই করে তথ্য নিশ্চিত করেছে। হালেভি যুদ্ধের প্রথম ১৭ মাস ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন।
এদিকে, সাবেক সেনাপ্রধান হালেভির এই বক্তব্যের ব্যাপারে আইডিএফ-এর এক মুখপাত্র বলেন, ‘বন্ধ ঘরে দেওয়া কোনো বক্তব্য নিয়ে আমরা মন্তব্য করব না’
হালেভি ২০২৪ সালের মার্চে সেনাবাহিনীর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন। তাঁর প্রতি অভিযোগ ছিল যে তিনি হামাসের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে পারেননি। হালেভি জানান, সেনাবাহিনীর প্রধান আইন কর্মকর্তা তাঁর কোনো সামরিক পদক্ষেপে কখনোই বাধা দেননি। ডানপন্থিদের অভিযোগ, ওই আইন কর্মকর্তা মেজর জেনারেল ইয়িফাত টোমার-ইয়েরুশালমি নাকি আইনি সীমাবদ্ধতা দিয়ে যুদ্ধ জয়ের পথে বাধা দিয়েছেন।
গাজায় চলমান যুদ্ধে প্রাণহানির ভয়াবহ চিত্র স্বীকার করলেন ইসরায়েলর সাবেক সেনাপ্রধান হারজি হালেভি। তাঁর ভাষ্য, প্রায় দুই বছর ধরে চলা অভিযানে গাজার প্রতি ১০ জনের মধ্যে একজনেরও বেশি নিহত বা আহত হয়েছেন। এই সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়, যা এতদিন ইসরায়েল বারবার প্রশ্নবিদ্ধ করেছে।
দক্ষিণ ইসরায়েলের আইন হাবেসোরে এক অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, ‘গাজায় মোট ২২ লাখ মানুষ। এদের মধ্যে ১০ শতাংশের বেশি আজ নিহত বা আহত। অর্থাৎ দুই লাখেরও বেশি মানুষ। এটি কোনো কোমল যুদ্ধ নয়’
হালেভির দেওয়া এই সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের সঙ্গে মিলে যায়। মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৬৪ হাজারের বেশি আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কর্মকর্তারা বারবার এই পরিসংখ্যানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। তারা অভিযোগ করেছেন মন্ত্রণালয়, হামাসের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে।
সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হালেভি বক্তব্যটি গত মঙ্গলবার দিলেও তা ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত হয় সপ্তাহান্তে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বক্তব্যের অডিও প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও অডিও সংগ্রহ করে এবং এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে যাচাই করে তথ্য নিশ্চিত করেছে। হালেভি যুদ্ধের প্রথম ১৭ মাস ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন।
এদিকে, সাবেক সেনাপ্রধান হালেভির এই বক্তব্যের ব্যাপারে আইডিএফ-এর এক মুখপাত্র বলেন, ‘বন্ধ ঘরে দেওয়া কোনো বক্তব্য নিয়ে আমরা মন্তব্য করব না’
হালেভি ২০২৪ সালের মার্চে সেনাবাহিনীর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন। তাঁর প্রতি অভিযোগ ছিল যে তিনি হামাসের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে পারেননি। হালেভি জানান, সেনাবাহিনীর প্রধান আইন কর্মকর্তা তাঁর কোনো সামরিক পদক্ষেপে কখনোই বাধা দেননি। ডানপন্থিদের অভিযোগ, ওই আইন কর্মকর্তা মেজর জেনারেল ইয়িফাত টোমার-ইয়েরুশালমি নাকি আইনি সীমাবদ্ধতা দিয়ে যুদ্ধ জয়ের পথে বাধা দিয়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকার দুটি হাসপাতালের আশপাশে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেচুক্তিতে ঘোষণা করা হয়, ‘দুই দেশের যে কোনো এক দেশের ওপর আক্রমণকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।’ এটি মূলত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো পারস্পরিক প্রতিরক্ষা ধারা কার্যকর করার প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ, কোনো বহিঃশত্রুর হুমকির মুখে দুই দেশ যৌথভাবে প্রতিক্রিয়া জানাবে।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।
৬ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠীগুলোর অন্যতম আদানি গ্রুপকে ঘিরে ইউটিউব ও ইনস্টাগ্রামে প্রকাশিত সমালোচনামূলক ‘লেখা ও কনটেন্ট’ সরানোর জন্য চিঠি দিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল ইনকরপোরেশন ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা প্
১ দিন আগে