.png)

স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ঢাকায় আজ কর্মসূচি পালন করছে সাতটি রাজনৈতিক দল। প্রায় অভিন্ন দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তিন দিনের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। আজ দলগুলো রাজধানীতে প্রথম দিনের কর্মসূচি পালন করার কথা রয়েছে। এর মধ্যে সমাবেশ শুর করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহর নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে মিছিলের কথা রয়েছে।
জুলাই সনদের ভিত্তিতে ‘পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন’; ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা’, ‘গণহত্যার বিচার দৃশ্যমান করা’, ‘বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার’ এবং ‘ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দলগুলো বিচার চলাকলে তাদের কর্যক্রম নিষিদ্ধ করা’র দাবিতে সমাবেশ করছে ইসলামী আন্দোলন।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। দাবি আদায় না হলে আরেকটি ‘৫ আগস্ট’ অনুষ্ঠিত হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘আমরা মনে হয়, ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। আপনারা কি ভারতের তাঁবেদারি করতে বসেছেন?’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার কেন বসেছে, সেটা আমরা সবাই জানি। তিনি বসেছেন বিচার, সংস্কার এবং নির্বাচনের জন্য। কিন্তু দৃশ্যমান বিচার ও সংস্কার না করে তিনি নির্বাচন কীভাবে দেন?’
এদিকে, সাত দলের কর্মসূচি ঘিরে দুপুর থেকে রাজধানীর গুলিস্তান, পল্টন, কাকরাইল, মৎস্য ভবন, মতিঝিল এলাকায় যানজট দেখা গেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
যাত্রাবাড়ী থেকে মগবাজার যাচ্ছিলেন সাঈদ নামে এক পথচারী। গুলিস্তানে এসে জ্যামে পড়ে হেঁটেই রওনা হয়েছেনে। তিনি স্ট্রিমকে বলেন, ‘আজ বৃহস্পতিবার। এদিন এমনিতেই বেশি জ্যাম পড়ে। তার মধ্যে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ফলে আর জ্যাম বেড়েছে। আমাদের জীবনের চাকা একেবারে থেমে গেছে আসলে।’

আর বাইতুল মোকাররমের উত্তর গেটে আসরের নামাজের পর সমাবেশ করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে দলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়, কাকরাইল মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে মিছিলটি শেষ হতে পারে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক হাসান জুনাইদ।
প্রেসক্লাবের সামনে বেলা তিনটায় সংক্ষিপ্ত সমাবেশ করে পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররমে মিছিল নিয়ে যাবে খেলাফত আন্দোলন। বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সমাবেশ শুরু করবে জাগপা। সেখান থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবে যাবে তারা। এরপর আবার মিছিল নিয়ে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় ফিরে আসবে। পাঁচটায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে নেজামে ইসলাম।
অন্যদিকে জামায়াতে ইসলামী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ শুরু করবে বিকেল সাড়ে চারটায়। সেখানে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তৃতা দেবেন। এরপর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের সমবেত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করবেন। তাঁরা মিছিলটি নিয়ে এগিয়ে যাবেন পল্টন, বিজয়নগর, কাকড়াইল মোড় হয়ে শাহবাগে। সমাপনী বক্তৃতার মাধ্যমে বৃহস্পতিবারের কর্মসূচি শেষ হবে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াত।
যৌথভাবে এই কর্মসূচির ব্যবস্থাপনা করছে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ। জানতে চাইলে ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্ট্রিমকে জানান, সমাবেশটি কতক্ষণ চলবে আগে থেকে বলা যাচ্ছে না। তবে অন্তত আধা ঘণ্টা হবে বলেও জানান তিনি। বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে আবারও সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেবে। তবে সেটি দীর্ঘ হবে না। এক বা দুজন নেতা কথা বলে মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন।

রাজধানী ঢাকায় আজ কর্মসূচি পালন করছে সাতটি রাজনৈতিক দল। প্রায় অভিন্ন দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তিন দিনের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। আজ দলগুলো রাজধানীতে প্রথম দিনের কর্মসূচি পালন করার কথা রয়েছে। এর মধ্যে সমাবেশ শুর করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহর নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে মিছিলের কথা রয়েছে।
জুলাই সনদের ভিত্তিতে ‘পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন’; ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা’, ‘গণহত্যার বিচার দৃশ্যমান করা’, ‘বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার’ এবং ‘ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দলগুলো বিচার চলাকলে তাদের কর্যক্রম নিষিদ্ধ করা’র দাবিতে সমাবেশ করছে ইসলামী আন্দোলন।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। দাবি আদায় না হলে আরেকটি ‘৫ আগস্ট’ অনুষ্ঠিত হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘আমরা মনে হয়, ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। আপনারা কি ভারতের তাঁবেদারি করতে বসেছেন?’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার কেন বসেছে, সেটা আমরা সবাই জানি। তিনি বসেছেন বিচার, সংস্কার এবং নির্বাচনের জন্য। কিন্তু দৃশ্যমান বিচার ও সংস্কার না করে তিনি নির্বাচন কীভাবে দেন?’
এদিকে, সাত দলের কর্মসূচি ঘিরে দুপুর থেকে রাজধানীর গুলিস্তান, পল্টন, কাকরাইল, মৎস্য ভবন, মতিঝিল এলাকায় যানজট দেখা গেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
যাত্রাবাড়ী থেকে মগবাজার যাচ্ছিলেন সাঈদ নামে এক পথচারী। গুলিস্তানে এসে জ্যামে পড়ে হেঁটেই রওনা হয়েছেনে। তিনি স্ট্রিমকে বলেন, ‘আজ বৃহস্পতিবার। এদিন এমনিতেই বেশি জ্যাম পড়ে। তার মধ্যে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ফলে আর জ্যাম বেড়েছে। আমাদের জীবনের চাকা একেবারে থেমে গেছে আসলে।’

আর বাইতুল মোকাররমের উত্তর গেটে আসরের নামাজের পর সমাবেশ করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে দলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়, কাকরাইল মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে মিছিলটি শেষ হতে পারে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক হাসান জুনাইদ।
প্রেসক্লাবের সামনে বেলা তিনটায় সংক্ষিপ্ত সমাবেশ করে পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররমে মিছিল নিয়ে যাবে খেলাফত আন্দোলন। বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সমাবেশ শুরু করবে জাগপা। সেখান থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবে যাবে তারা। এরপর আবার মিছিল নিয়ে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় ফিরে আসবে। পাঁচটায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে নেজামে ইসলাম।
অন্যদিকে জামায়াতে ইসলামী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ শুরু করবে বিকেল সাড়ে চারটায়। সেখানে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তৃতা দেবেন। এরপর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের সমবেত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করবেন। তাঁরা মিছিলটি নিয়ে এগিয়ে যাবেন পল্টন, বিজয়নগর, কাকড়াইল মোড় হয়ে শাহবাগে। সমাপনী বক্তৃতার মাধ্যমে বৃহস্পতিবারের কর্মসূচি শেষ হবে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াত।
যৌথভাবে এই কর্মসূচির ব্যবস্থাপনা করছে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ। জানতে চাইলে ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্ট্রিমকে জানান, সমাবেশটি কতক্ষণ চলবে আগে থেকে বলা যাচ্ছে না। তবে অন্তত আধা ঘণ্টা হবে বলেও জানান তিনি। বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে আবারও সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেবে। তবে সেটি দীর্ঘ হবে না। এক বা দুজন নেতা কথা বলে মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন।
.png)

গণতন্ত্র মঞ্চ অভিযোগ করে, সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন শুরুতে বলেছিল তারা ‘সহায়তাকারী’ হিসেবে ভূমিকা নেবে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।
১০ ঘণ্টা আগে
চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী নেতা এরশাদ উল্লাহর জনসভায় হামলায় একজন নিহত হছেন, আহত হয়েছেন তিনিসহ দুজন। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১০ ঘণ্টা আগে
চট্টগ্রামে বিএনপির নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)। তবে তিনি বিএনপির কেউ নন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
১১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯১ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। আজ বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দুপুর ১২টার দিকে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
১২ ঘণ্টা আগে