leadT1ad

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

স্ট্রিম ডেস্ক
গুরুতর আহত পুলিশ সদস্যকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের কমিশনার স্ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগের দিনের পারিবারিক বিরোধ সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। এসময় তাদের লক্ষ্য করে ওই বন্দুকধারী গুলি ছুঁড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হন।

ঘটনার পর গুরুতর আহত পুলিশের এক সদস্যকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলের পাশের একটি স্কুলে গিয়ে আশ্রয় নেন। পরে কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়নি।

এদিকে, কমিশনার প্যারিস বলেছেন, এই ঘটনার বিস্তারিত জানাবে না পুলিশ। কারণ এই নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পেনসিলভানিয়া গভর্নর জশ শাপিরো বুধবার বিকেলে ঘটনাস্থলে যান এবং নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করেন।

শাপিরো বলেন, দেশের সেবাকারী এই তিনজন নিহতের ঘটনায় আমরা শোকাহত। এই ধরনের নৃশংসতা কোনোভাবেই কাম্য নয়। সমাজ হিসেবে আমাদের আরও ভালো থাকা দরকার।

এসময় শাপিরো নিহত তিন কর্মকর্তার সম্মানে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন।

Ad 300x250

সম্পর্কিত