leadT1ad

ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত ১০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
একদিকে চলছে আলোচনা, অন্যদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধে মিসরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে চুক্তি করতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েল পরোক্ষভাবে এই আলোচনা করছে। তবে এই আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

সোমবার (৬ অক্টোবর) ইসরায়েলি হামলায় অন্তত ১০ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জন মানবিক সহায়তার খুঁজে বেরিয়ে নিহত হন।

এদিকে, দুই পক্ষের প্রথম দিনের আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্রের বরাতে আল জাজিরার অ্যারাবিক সার্ভিস বলেছে, সোমবার মিসরের শরম এল শেখ শহরের রেড সি রিসোর্টে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া, চলমান আলোচনা কীভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে রোডম্যাপ তৈরি করা হয়েছে।

এদিকে, মিসরের আল-কাহেরা নিউজের এক প্রতিবেদনে আজ দ্বিতীয় দিনের মতো আলোচনা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, আজ থেকে দুই বছর আগে (২০২৩ সালের ৭ অক্টোবর) ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১১৩৯ জন নিহত হয়। এছাড়া, ২০০ জনকে জিম্মি করে হামাস। এরপর থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত ৬৭ হাজার ১৬০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন।

জাতিসংঘের তদন্ত সংস্থা ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। এছাড়া, ইসরায়েলি অলাভজনক সংস্থাসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ও শীর্ষস্থানীয় গণহত্যা বিশেষজ্ঞরাও গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে তুলে ধরছেন।

Ad 300x250

সম্পর্কিত