স্ট্রিম ডেস্ক
আফগানিস্তানের কাবুলে কয়েক দফা বিস্ফোরন ও গুলির শব্দ শোনা গেছে। আফগানিস্তানের সোশাল মিডিয়ায় এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে। শুধু তাই নয়, তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেহসুদের বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হচ্ছে।
যদিও তালেবান সরকার এই কয়েক দফা বিস্ফোরণ বা হামলার জন্য এখনো কাউকে দায়ী করেনি। অনদিকে পাকিস্তান এই হামলার দায় স্বীকার বা অস্বীকার—কোনটিই করেনি। দায় স্বীকার না করলেও দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। খবর ডনের।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ চৌধুরী এই মন্তব্য করেন। এর আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে কাবুলে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আরও পড়ুন: কাবুলে কয়েক দফা বিস্ফোরণের শব্দ
এই বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় টিটিপি প্রধান নূর ওয়ালি নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীকে দুবার জিজ্ঞাসা করা হয়েছিল, আফগানিস্তানে পাকিস্তান বাহিনী বিমান হামলা চালিয়েছে কিনা।
প্রথমবার এই প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হামলার দায় স্বীকার বা অস্বীকার না করে বলেন, ‘আপনি এই হামলা সম্পর্কে যা বলেছেন তা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং আফগান (তালেবান সরকার) মুখপাত্রের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আফগানিস্তান আমাদের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশ। পাকিস্তান চার দশকেরও বেশি সময় ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে।’
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘আমরা আফগান সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনি আপনার ভূমি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেবেন না। আফগানিস্তানের ট্রানজিট বাণিজ্যও চলছে, তাদের সঙ্গে আমাদের বাণিজ্যও চলছে। মানুষ এখানে চিকিৎসার জন্য আসে।’
তিনি বলেন, আফগান কর্তৃপক্ষকে বলা হয়েছে যে টিটিপি নেতারা সেখানে আছেন এবং এগুলি তাদের আস্তানা। কিন্তু পাকিস্তানের জনগণের জানমালের নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য আমরা যা কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আগেও আমরা তাই করেছি এবং ভবিষ্যতেও করব।
দ্বিতীয়বার কাবুলের চারটি স্থানে বিমান হামলা এবং টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে কিনা প্রশ্ন করলে—লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমি আপনাকে স্পষ্ট করে দিয়েছি যে আফগানিস্তানের নিরাপদ আশ্রয়স্থলগুলি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা হচ্ছে। এর প্রমাণ রয়েছে। পাকিস্তানের জনগণের জানমালের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং নেওয়া হবে।
আফগানিস্তানের কাবুলে কয়েক দফা বিস্ফোরন ও গুলির শব্দ শোনা গেছে। আফগানিস্তানের সোশাল মিডিয়ায় এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে। শুধু তাই নয়, তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেহসুদের বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হচ্ছে।
যদিও তালেবান সরকার এই কয়েক দফা বিস্ফোরণ বা হামলার জন্য এখনো কাউকে দায়ী করেনি। অনদিকে পাকিস্তান এই হামলার দায় স্বীকার বা অস্বীকার—কোনটিই করেনি। দায় স্বীকার না করলেও দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। খবর ডনের।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ চৌধুরী এই মন্তব্য করেন। এর আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে কাবুলে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আরও পড়ুন: কাবুলে কয়েক দফা বিস্ফোরণের শব্দ
এই বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় টিটিপি প্রধান নূর ওয়ালি নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীকে দুবার জিজ্ঞাসা করা হয়েছিল, আফগানিস্তানে পাকিস্তান বাহিনী বিমান হামলা চালিয়েছে কিনা।
প্রথমবার এই প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হামলার দায় স্বীকার বা অস্বীকার না করে বলেন, ‘আপনি এই হামলা সম্পর্কে যা বলেছেন তা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং আফগান (তালেবান সরকার) মুখপাত্রের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আফগানিস্তান আমাদের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশ। পাকিস্তান চার দশকেরও বেশি সময় ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে।’
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘আমরা আফগান সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনি আপনার ভূমি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেবেন না। আফগানিস্তানের ট্রানজিট বাণিজ্যও চলছে, তাদের সঙ্গে আমাদের বাণিজ্যও চলছে। মানুষ এখানে চিকিৎসার জন্য আসে।’
তিনি বলেন, আফগান কর্তৃপক্ষকে বলা হয়েছে যে টিটিপি নেতারা সেখানে আছেন এবং এগুলি তাদের আস্তানা। কিন্তু পাকিস্তানের জনগণের জানমালের নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য আমরা যা কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আগেও আমরা তাই করেছি এবং ভবিষ্যতেও করব।
দ্বিতীয়বার কাবুলের চারটি স্থানে বিমান হামলা এবং টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে কিনা প্রশ্ন করলে—লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমি আপনাকে স্পষ্ট করে দিয়েছি যে আফগানিস্তানের নিরাপদ আশ্রয়স্থলগুলি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা হচ্ছে। এর প্রমাণ রয়েছে। পাকিস্তানের জনগণের জানমালের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং নেওয়া হবে।
প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক এক চরম সংকটময় মুহূর্ত পার করছে। অন্যদিকে, পাকিস্তানের ‘চিরশত্রু’ ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ক্রমশ উন্নতির দিকে মোড় নিচ্ছে।
৫ ঘণ্টা আগেদ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারতে পৌঁছেছেন। ২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর দেশটির কোনো শীর্ষ নেতার এটি প্রথম ভারত সফর।
৯ ঘণ্টা আগেতালেবানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘আপনার সফর ভারত-আফগানিস্তান সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের জনগণের শুভাকাঙ্ক্ষী হিসেবে ভারত তাদের উন্নয়নে গভীর আগ্রহী। আমরা আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
১০ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা বিস্ফোরণ ও গুলি বর্ষণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।
১১ ঘণ্টা আগে