leadT1ad

শ্রীলঙ্কায় বিরোধীদলীয় নেতাকে গুলি করে হত্যা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৮: ৩৫
নিহত ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্তা বিক্রমাসেকারা।

শ্রীলঙ্কায় নিজ কার্যালয়ে এক বিরোধীদলীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটিতে বাড়তে থাকা ধারাবাহিক গুপ্তহত্যার মধ্যে এটিই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে চালানো হামলা।

পুলিশ জানিয়েছে, বুধবার (২২ অক্টোবর) উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান ৩৮ বছর বয়সী লাসান্তা বিক্রমাসেকারা তাঁর কার্যালয়ে জনগণের সঙ্গে সাক্ষাৎ করছিলেন। এই সময় এক বন্দুকধারী কার্যালয়ের ভেতরে ঢুকে রিভলবার দিয়ে একাধিকবার গুলি চালায়। হামলায় অন্য কেউ আহত হননি এবং বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘হামলাকারীর সন্ধানে তদন্ত চলছে। তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।’

বিক্রমাসেকারা দেশটির বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া (এসজেবি)-এর সদস্য ছিলেন।

ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে তাঁর দলের সঙ্গে ক্ষমতাসীন দলের তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল।

এ বছর শ্রীলঙ্কায় সহিংস অপরাধ, বিশেষ করে মাদক চক্র এবং সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলোর তৎপরতা ব্যাপক হারে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর ১০০টিরও বেশি গোলাগুলির ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড।

তথ্যসূত্র: এনডিটিভি

Ad 300x250

সম্পর্কিত