leadT1ad

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ছবি: সংগৃহীত

গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবার একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পূর্ব সাগরের নিজেদের জলসীমার পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি জানিয়েছে। খবর আল জাজিরার।

আজ বুধবার (২২ অক্টোবর) সকালে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার সময়টি বেশ গুরুত্বপূর্ণ। কারণ আর মাত্র এক সপ্তাহ পর আয়োজক দেশ হিসেবে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা দক্ষিণ কোরিয়ার শহর গিয়ংজুতে জড়ো হবেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে—দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, তারা ‘বেশ কয়েকটি প্রজেক্টাইল শনাক্ত করেছে যেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ বলে মনে হচ্ছে। আর সেগুলো পূর্ব সাগরে (জাপান সাগর হিসেবে পরিচিত) ছোড়া হয় ।

ইয়ানহোপের নিউজে বলা হয়, উত্তর কোরিয়া সর্বশেষ চলতি বছরের ৮ ও ২২ মে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। অর্থাৎ গত জুনে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে লি জে মিউং দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল।

এদিকে, সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিকে জোরদার করতে এপেক শীর্ষ সম্মেলনের আগে বা সম্মেলন চলাকালে উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।

Ad 300x250

সম্পর্কিত