গতকাল মঙ্গলবার চ্যাটজিপিটি অ্যাটলাস নামে নতুন ব্রাউজার উন্মুক্ত করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
ধ্রুবক আনোয়ার

ধরেন আপনি একটা ডিনার পার্টির পরিকল্পনা করেছেন। পার্টির জন্য আপনার পছন্দের একটি রেসিপি ঠিক করা আছে। ভাবছেন বাজারে গিয়ে কিংবা অনলাইনে স্টোর খুঁজে সেখান থেকে বেছে বেছে কিনতে কি ঝামেলাই না পোহাতে হবে। চিন্তা করার দিন শেষ, আপনার এই সব কাজ করে দেবে এখন থেকে চ্যাটজিপিটি অ্যাটলাসের এজেন্ট।
আপনি শুধু সেই রেসিপিটি চ্যাটজিপিটিকে দেবেন। তারপর তাকে নির্দেশনা দিলে সে নিজে থেকে একটা অনলাইন মুদি শপ খুঁজে সেখান থেকে পণ্য কার্টে যোগ করবে। এরপর আপনার বাড়ির ঠিকানায় পাঠানোর জন্য অর্ডার করে দেবে। আপনি শুধু দরজা খুলে পণ্যগুলো ডেলিভারি ম্যানের কাছ থেকে সংগ্রহ করবেন।
এমন যুগান্তকারী ফিচার নিয়ে নতুন ওয়েব ব্রাউজার এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রযুক্তিবিদেরা ধারণা করছেন, গুগল ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে এই নতুন ওয়েব ব্রাউজার এনেছে ওপেনএআই।
গতকাল মঙ্গলবার চ্যাটজিপিটি অ্যাটলাস নামের নতুন এই ব্রাউজারটি উন্মুক্ত করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য অনুসন্ধানের ধরন বদলে দিতে নতুন এই ব্রাউজারটি কাজ করবে বলে ধারণা প্রযুক্তিবিদদের।
বর্তমানে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ অ্যাপলের ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, শিগগিরই এর উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণও চালু করা হবে।
শুরুতেই ডিনার পার্টির যে উদাহরণ টানা হয়েছে এই কাজের জন্য চ্যাটজিপিটি এজেন্ট থাকছে এই ব্রাইজারে। এজেন্টকে যা বলা হবে সে তার সামর্থ্য অনুযায়ী ব্রাউজারে ছোট ছোট কাজ সম্পন্ন করবে। ওপেনএআই জানিয়েছে, এই ‘এজেন্ট মোড’ আপাতত কেবল চ্যাটজিপিটি প্লাস, প্রো এবং বিজনেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ ছাড়া ব্যবহারকারী যদি ব্রাউজার মেমোরি চালু করেন, তাহলে চ্যাটজিপিটি ব্যবহারকারীর ব্রাউজ করা কনটেন্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। যাতে পরবর্তীতে আরও নির্ভুল উত্তর দিতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকবে—তিনি চাইলে যেকোনো সময় মেমোরি দেখতে, বন্ধ করতে বা মুছে ফেলতে পারবেন।
ওপেনএআই বলছে, চ্যাটজিপিটি কী দেখবে আর কী দেখবে না, সেটি নির্ধারণের ক্ষমতা সম্পূর্ণ ব্যবহারকারীর হাতে। এমনকি ব্যবহারকারী চাইলে ইনকগনিটো মোডে গিয়ে সাময়িকভাবে চ্যাটজিপিটি থেকে লগআউট অবস্থায় থাকতে পারবেন। ফলে কোনো তথ্য তখন সংরক্ষিত হবে না।
গুগল ক্রোম যদিও বাজারের সিংহভাগ দখল করে আছে, ওয়েব ব্রাউজার এখন এআই কোম্পানিগুলোর নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে। ইতোমধ্যেই, পারপ্লেক্সিটি তাদের ‘কমেট’ এবং দ্য ব্রাউজার কোম্পানি ‘দিয়া’ নামের এআই ব্রাউজার চালু করেছে। অন্যদিকে গুগল, মাইক্রোসফট যথাক্রমে তাদের ‘ক্রোম’ ও ‘এজ’ ব্রাউজারে প্রতিনিয়ত নতুন নতুন এআই ফিচার যোগ করেছে। ওপেনএআই ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ প্রকাশের মাধ্যমে নতুন প্রতিযোগী হিসেবে আবির্ভূত হল।
‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র: ওপেনএআই, টেকক্রাঞ্চ

ধরেন আপনি একটা ডিনার পার্টির পরিকল্পনা করেছেন। পার্টির জন্য আপনার পছন্দের একটি রেসিপি ঠিক করা আছে। ভাবছেন বাজারে গিয়ে কিংবা অনলাইনে স্টোর খুঁজে সেখান থেকে বেছে বেছে কিনতে কি ঝামেলাই না পোহাতে হবে। চিন্তা করার দিন শেষ, আপনার এই সব কাজ করে দেবে এখন থেকে চ্যাটজিপিটি অ্যাটলাসের এজেন্ট।
আপনি শুধু সেই রেসিপিটি চ্যাটজিপিটিকে দেবেন। তারপর তাকে নির্দেশনা দিলে সে নিজে থেকে একটা অনলাইন মুদি শপ খুঁজে সেখান থেকে পণ্য কার্টে যোগ করবে। এরপর আপনার বাড়ির ঠিকানায় পাঠানোর জন্য অর্ডার করে দেবে। আপনি শুধু দরজা খুলে পণ্যগুলো ডেলিভারি ম্যানের কাছ থেকে সংগ্রহ করবেন।
এমন যুগান্তকারী ফিচার নিয়ে নতুন ওয়েব ব্রাউজার এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রযুক্তিবিদেরা ধারণা করছেন, গুগল ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে এই নতুন ওয়েব ব্রাউজার এনেছে ওপেনএআই।
গতকাল মঙ্গলবার চ্যাটজিপিটি অ্যাটলাস নামের নতুন এই ব্রাউজারটি উন্মুক্ত করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য অনুসন্ধানের ধরন বদলে দিতে নতুন এই ব্রাউজারটি কাজ করবে বলে ধারণা প্রযুক্তিবিদদের।
বর্তমানে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ অ্যাপলের ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, শিগগিরই এর উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণও চালু করা হবে।
শুরুতেই ডিনার পার্টির যে উদাহরণ টানা হয়েছে এই কাজের জন্য চ্যাটজিপিটি এজেন্ট থাকছে এই ব্রাইজারে। এজেন্টকে যা বলা হবে সে তার সামর্থ্য অনুযায়ী ব্রাউজারে ছোট ছোট কাজ সম্পন্ন করবে। ওপেনএআই জানিয়েছে, এই ‘এজেন্ট মোড’ আপাতত কেবল চ্যাটজিপিটি প্লাস, প্রো এবং বিজনেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ ছাড়া ব্যবহারকারী যদি ব্রাউজার মেমোরি চালু করেন, তাহলে চ্যাটজিপিটি ব্যবহারকারীর ব্রাউজ করা কনটেন্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। যাতে পরবর্তীতে আরও নির্ভুল উত্তর দিতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকবে—তিনি চাইলে যেকোনো সময় মেমোরি দেখতে, বন্ধ করতে বা মুছে ফেলতে পারবেন।
ওপেনএআই বলছে, চ্যাটজিপিটি কী দেখবে আর কী দেখবে না, সেটি নির্ধারণের ক্ষমতা সম্পূর্ণ ব্যবহারকারীর হাতে। এমনকি ব্যবহারকারী চাইলে ইনকগনিটো মোডে গিয়ে সাময়িকভাবে চ্যাটজিপিটি থেকে লগআউট অবস্থায় থাকতে পারবেন। ফলে কোনো তথ্য তখন সংরক্ষিত হবে না।
গুগল ক্রোম যদিও বাজারের সিংহভাগ দখল করে আছে, ওয়েব ব্রাউজার এখন এআই কোম্পানিগুলোর নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে। ইতোমধ্যেই, পারপ্লেক্সিটি তাদের ‘কমেট’ এবং দ্য ব্রাউজার কোম্পানি ‘দিয়া’ নামের এআই ব্রাউজার চালু করেছে। অন্যদিকে গুগল, মাইক্রোসফট যথাক্রমে তাদের ‘ক্রোম’ ও ‘এজ’ ব্রাউজারে প্রতিনিয়ত নতুন নতুন এআই ফিচার যোগ করেছে। ওপেনএআই ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ প্রকাশের মাধ্যমে নতুন প্রতিযোগী হিসেবে আবির্ভূত হল।
‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র: ওপেনএআই, টেকক্রাঞ্চ

আজ ৮ ডিসেম্বর জন লেননের মৃত্যুদিন। দুনিয়া কাঁপানো ব্যান্ড বিটলস-এর প্রতিষ্ঠাকালীন সদস্য লেনন ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, লেখক ও শান্তিকর্মী। ‘ইমাজিন’ তাঁর বিখ্যাত গান। এই গানে তিনি কোন পৃথিবীর স্বপ্ন দেখিয়েছেন? কেন গানটি আজও এত প্রাসঙ্গিক?
৮ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে সাহসী বুদ্ধিজীবীদের মধ্যে যাঁর নাম সবার আগে আসে, তিনি নোম চমস্কি। ৭ ডিসেম্বর তাঁর জন্মদিন। একদিকে তিনি আধুনিক ভাষাবিজ্ঞানের স্থপতি, অন্যদিকে শোষিতের পক্ষে দাঁড়ানো এক অকুতোভয় যোদ্ধা। খুঁজে দেখা যাক আধুনিক সময়ের অন্যতম প্রধান চিন্তক ও জনবুদ্ধিজীবী নোম চমস্কির বর্ণাঢ্য জীবন ও কর্ম।
১০ ঘণ্টা আগে
শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে মুক্তিযুদ্ধের সময়। যদিও ইতিহাসের পাতায় কচুরিপানা নিয়ে খুব কমই লেখা হয়েছে, কিন্তু কচুরিপানার অবদান অস্বীকার কোনো উপায় নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল বারুদ আর রক্তের ইতিহাস নয়। এটি ছিল বাংলার মাটি, জল ও প্রকৃতির এক সম্মিলিত সংগ্রাম।
১১ ঘণ্টা আগে
‘আমরা বর্ষার অপেক্ষায় আছি… তাঁরা পানিকে ভয় পায়, আর আমরা হচ্ছি জলের রাজা। প্রকৃতি হবে আমাদের দ্বিতীয় বাহিনী।’ নিউইয়র্ক টাইমসের খ্যাতিমান সাংবাদিক সিডনি শনবার্গের ‘ডেটলাইন বাংলাদেশ’ প্রতিবেদনে এসব কথা বলেছিলেন এক বাঙালি অফিসার।
১১ ঘণ্টা আগে