স্ট্রিম ডেস্ক
টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর গতকাল মঙ্গলবার রাত থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি। আজ বুধবার (১৩ আগস্ট) সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ দিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ পশ্চিম-মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, আগামী দুই দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং উক্ত সময়ে গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং ৪র্থ ও ৫ম দিন হ্রাস পেতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী চার দিন বৃদ্ধি পেতে পারে। একই সময়ে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে ৫ম দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পাতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা, আপার, আত্রাই, যমুনেশ্বরি, টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট ও করতোয়া নদীসমূহের পানি আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। একই সময়ে আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদী ২য় ও ৩য় দিন থেকে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর গতকাল মঙ্গলবার রাত থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি। আজ বুধবার (১৩ আগস্ট) সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ দিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ পশ্চিম-মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, আগামী দুই দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং উক্ত সময়ে গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং ৪র্থ ও ৫ম দিন হ্রাস পেতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী চার দিন বৃদ্ধি পেতে পারে। একই সময়ে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে ৫ম দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পাতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা, আপার, আত্রাই, যমুনেশ্বরি, টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট ও করতোয়া নদীসমূহের পানি আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। একই সময়ে আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদী ২য় ও ৩য় দিন থেকে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সন্ধ্যা থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে
৮ দিন আগেবন্যপ্রাণি ও পরিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতি করার পাশাপাশি কোটি মানুষের স্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলছে প্লাস্টিক দূষণ। মানুষের জীবিকাও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বৈশ্বিক অর্থনীতির জন্যও প্লাস্টিক বড় ঝুঁকি তৈরি করছে। ২০০২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ পলিব্যাগের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে।
০৬ জুলাই ২০২৫জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সারাবিশ্বে বায়ুবিদ্যুৎ প্রকল্প (উইন্ড ফার্ম) গড়ে তোলা হচ্ছে। কিন্তু এক উইন্ড ফার্ম আরেকটির বাতাস নিয়মিত চুরি করছে— এমন তথ্য উঠে এসেছে নেদারল্যান্ডের এক গবেষণায়।'হুইফল' নামের একটি গবেষণা সংস্থা বিষয়টিকে সামনে এনেছে। সংস্থাটির গবেষক পিটার বাস দেখান, সমুদ্রের একটি
০৭ জুন ২০২৫সিলেট সীমান্তে প্রাকৃতিক আর খনিজ সম্পদে ভরপুর উপজেলা কোম্পানীগঞ্জ। এর যে সব স্থানে পাথর ‘কোয়ারি’ ছিল, তার বেশিরভাগই বৈধ-অবৈধভাবে তুলে ফেলা হয়েছে। কেবল বাংলাদেশ রেলওয়ের ‘বাংকার’ ভোলাগঞ্জে পাথর পাওয়া যাচ্ছে। এবার সেখানেই চোখ পড়েছে পাথর উত্তোলনকারীচক্রের। অবৈধভাবে পাথর তুলে বিক্রি করছে চক্রের সদস্যরা।
০৭ জুন ২০২৫