.png)

স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর সাতটি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনে অন্তর্বর্তী সরকার নীতিগত অনুমোদন দিয়েছে। এগুলো হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া পুনর্মূল্যায়ন ও পরিমার্জন চলছে। এ নিয়ে ‘অসম্পূর্ণ তথ্য বা গুজবে’ বিভ্রান্ত হওয়া বা পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে মহানগরের সাতটি সরকারি কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রণয়ন করে তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে।
গত সেপ্টেম্বরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে খসড়া অধ্যাদেশ প্রকাশ করে অংশীজন ও সাধারণ মানুষের মতামত আহ্বান করা হয়। এরপর পাঁচ হাজারের বেশি মতামত পাওয়া যায়। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনটি মতবিনিময় সভা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রতিটি মতামত আইনগত ও বাস্তবতার নিরীখে গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। অনলাইনে প্রাপ্ত ও প্রত্যক্ষ মতামত পর্যালোচনা করে খসড়াটি পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ শুরু হয়েছে।
এতে বলা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করাসহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করা কিছুটা সময়সাপেক্ষ। প্রস্তুতির সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারবাহিকতা কোনোভাবেই যেন ব্যাহত না হয়, সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচেতন। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের আগ পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য ইতিমধ্যে একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

রাজধানীর সাতটি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনে অন্তর্বর্তী সরকার নীতিগত অনুমোদন দিয়েছে। এগুলো হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া পুনর্মূল্যায়ন ও পরিমার্জন চলছে। এ নিয়ে ‘অসম্পূর্ণ তথ্য বা গুজবে’ বিভ্রান্ত হওয়া বা পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে মহানগরের সাতটি সরকারি কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রণয়ন করে তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে।
গত সেপ্টেম্বরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে খসড়া অধ্যাদেশ প্রকাশ করে অংশীজন ও সাধারণ মানুষের মতামত আহ্বান করা হয়। এরপর পাঁচ হাজারের বেশি মতামত পাওয়া যায়। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনটি মতবিনিময় সভা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রতিটি মতামত আইনগত ও বাস্তবতার নিরীখে গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। অনলাইনে প্রাপ্ত ও প্রত্যক্ষ মতামত পর্যালোচনা করে খসড়াটি পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ শুরু হয়েছে।
এতে বলা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করাসহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করা কিছুটা সময়সাপেক্ষ। প্রস্তুতির সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারবাহিকতা কোনোভাবেই যেন ব্যাহত না হয়, সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচেতন। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের আগ পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য ইতিমধ্যে একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
.png)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালনায় শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ প্রোগ্রাম হিসাবে চালু হচ্ছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)।
৪ ঘণ্টা আগে
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।
২ দিন আগে
সরকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন এবং গুণগত মানের শিক্ষা প্রদান করে তাদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
৩ দিন আগে
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য উপজেলার সদরে অবস্থিত বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত হবে।
৬ দিন আগে