leadT1ad

নবজাতককে প্রবাসীর স্ত্রীর হাতে তুলে দিয়ে উধাও মা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় সড়কের পাশে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতককে এক প্রবাসীর স্ত্রীর হাতে তুলে দিয়ে উধাও হয়েছেন এক অজ্ঞাত নারী। স্ট্রিম ছবি

ঝিনাইদহের শৈলকুপায় সড়কের পাশে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতককে এক প্রবাসীর স্ত্রীর হাতে তুলে দিয়ে উধাও হয়েছেন এক অজ্ঞাত নারী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার গাড়াগঞ্জ পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে বর্তমানে মালয়েশিয়াপ্রবাসী ফজলুর করিমের স্ত্রী আনোয়ারা খাতুন দেখাশোনা করছেন। রাতে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ থাকায় আনোয়ারার কাছেই হস্তান্তর করা হয়।

আনোয়ারা খাতুন জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর প্রসবব্যথা উঠলে সড়কের পাশেই ছেলে শিশুটির জন্ম হয়। খবর পেয়ে তিনি মা ও নবজাতককে নিজের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু শিশুটির মা নিজের নাম-পরিচয় বা ঠিকানা কিছুই বলেননি এবং পরিবারের কারও সাথে যোগাযোগও করতে দেননি।

আনোয়ারা খাতুন বলেন, ‘একপর্যায়ে আমি বলি, আপনি বাচ্চা নিতে না চাইলে আমাকে দিয়ে যান। তখন সন্তানকে দিয়ে তিনি চলে যাওয়ার সময় বলেন—আপনি আমার বড় বোনের মতো কাজ করলেন। আপনি আমার খুব উপকার করলেন, আমি মাঝেমধ্যে দেখতে আসব।’

ভবিষ্যতে ওই মা সন্তান ফেরত চাইলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিন সন্তানের জননী আনোয়ারা জানান, তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন-পালন করবেন।

এদিকে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ওই নারী হোমিওপ্যাথিক চিকিৎসক এলাকার সুরাব হোসেনের পরিচিত হতে পারেন। তবে চিকিৎসক সুরাব হোসেন ওই নারীকে চেনার বিষয়টি অস্বীকার করেছেন।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়া তন্নি জানান, শিশুটির ওজন ২ কেজি ৮০০ গ্রাম ও সে সুস্থ আছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, তিনি এ বিষয়ে অবগত হয়েছেন ও খোঁজখবর নিচ্ছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত