leadT1ad

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮ শিক্ষার্থী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।

রবিবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ঢাকা শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৮৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন এবং ফেল থেকে পাসে উন্নীত হয়েছেন ৩০৮ জন।

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সর্বাধিক আবেদন হয়েছে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

Ad 300x250

সম্পর্কিত