স্ট্রিম প্রতিবেদক
বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খানের বৈঠকে এ প্রতিশ্রুতি আসে।
বৈঠকে উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরো গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সিমেন্ট খাতের মূল কাঁচামাল—বিশেষ করে লাইমস্টোন ও নির্মাণকাজে ব্যবহৃত পাথর আমদানিনির্ভর। প্রতিবছর প্রায় ৫ কোটি টন পাথরের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে পাকিস্তান থেকে আমদানি বাড়ানোর সুযোগ আছে। তিনি আরও বলেন, শ্রম উৎপাদনশীলতা, বিদ্যুৎ-জ্বালানি সুবিধা, লজিস্টিক ব্যবস্থাপনা, অর্থায়নের খরচ ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে সীমিত বাণিজ্য বাস্কেট বড় হবে। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্কও ঘনিষ্ঠ হবে।
পাকিস্তানের বাণিজ্য কো-অর্ডিনেটর এহসান আফজাল খান বলেন, বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমানোর দিকে নজর দেওয়া জরুরি। এতে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খানের বৈঠকে এ প্রতিশ্রুতি আসে।
বৈঠকে উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরো গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সিমেন্ট খাতের মূল কাঁচামাল—বিশেষ করে লাইমস্টোন ও নির্মাণকাজে ব্যবহৃত পাথর আমদানিনির্ভর। প্রতিবছর প্রায় ৫ কোটি টন পাথরের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে পাকিস্তান থেকে আমদানি বাড়ানোর সুযোগ আছে। তিনি আরও বলেন, শ্রম উৎপাদনশীলতা, বিদ্যুৎ-জ্বালানি সুবিধা, লজিস্টিক ব্যবস্থাপনা, অর্থায়নের খরচ ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে সীমিত বাণিজ্য বাস্কেট বড় হবে। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্কও ঘনিষ্ঠ হবে।
পাকিস্তানের বাণিজ্য কো-অর্ডিনেটর এহসান আফজাল খান বলেন, বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমানোর দিকে নজর দেওয়া জরুরি। এতে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারও উপস্থিত ছিলেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশি গ্রাহকদের ক্রেডিট কার্ড থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। কোনো ধরনের লেনদেন না করা সত্ত্বেও গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব হয়ে যাওয়ায় ব্যাংকটির প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
১ দিন আগেব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সয়াবিন তেলের দাম বাড়ানোর পক্ষে মত দিয়েছে সরকার। তবে কত টাকা বাড়বে এবং কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, সে ব্যাপারে কিছু এখনও জানানো হয়নি। এদিকে দাম বাড়তে পারে— এমন খবরে সয়াবিন তেলের বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
১ দিন আগেঅর্থনৈতিক চাপের মধ্যে থাকা নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে ২০২২ সালে ট্রাকে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নেয় সরকার। ভর্তুকি মূল্যে এই ট্রাক সেল পরিচালনা করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে চাহিদা থাকা সত্ত্বেও চলতি মাসের ১৩ তারিখ ট্রাক সেল বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েছেন অন
২ দিন আগেরাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বর্তমান কার্যক্রম দেখে লজ্জা লাগে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
৪ দিন আগে