leadT1ad

তরুণদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিন: জাতিসংঘে প্রধান উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩৪
ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বের সংকট সমাধানের দায়িত্ব শুধু প্রবীণদের নয়, বরং তরুণদের সঠিক সুযোগ দিলে তারা নিজেদের এবং বিশ্বের জন্য সেরা সিদ্ধান্তটি নিতে পারবে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন ফর ইয়ুথ’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘অ্যাক্সেলারেটিং গ্লোবাল প্রোগ্রেস থ্রু ইন্টারজেনারেশনাল কলাবোরেশন’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর বাংলাদেশের তরুণ সমাজ অসাধারণ শক্তির পরিচয় দিয়েছে। তরুণরা বহু বছরের স্বৈরাশাসনের অবসান ঘটাতে সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়েছিল। তরুণরাই দেশের গতিপথকে নতুন করে সাজিয়েছে এবং তাঁকে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের মতো কঠিন দায়িত্ব দিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বিশ্বজুড়ে তরুণদের পরিবর্তনের দূত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু তারাই অসাম্য, সংঘাত, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল বৈষম্যের মতো চলমান সংকটের প্রথম শিকার হয়। বিশ্বব্যাপী তরুণদের বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় চারগুণ পর্যন্ত বেশি, যা একটি গুরুতর চ্যালেঞ্জ।

বাংলাদেশে তরুণদের জন্য নেওয়া সরকারি উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের চাকরিপ্রার্থী না বানিয়ে চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে ‘জাতীয় যুব উদ্যোক্তা নীতি’ চালু করা হয়েছে। এর মাধ্যমে তাদের জন্য অর্থায়ন, দক্ষতা বৃদ্ধি ও বাজারের সুযোগ তৈরি করা হচ্ছে। এ ছাড়া দেশের গণতান্ত্রিক সংস্কারের জন্য গঠিত স্বাধীন কমিশনগুলোতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মুহাম্মদ ইউনূস বলেন, কোনো দেশ একাই তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে না। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, বৈশ্বিক সহযোগিতা ছাড়া তরুণদের পুঞ্জিভূত হতাশা অস্থিরতায় রূপ নিতে পারে, যা আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বক্তব্যের শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে তারা নিজেদের, পৃথিবীর এবং আমাদের ভবিষ্যতের জন্য বিজ্ঞতার সঙ্গেই সিদ্ধান্ত নেবে।’

Ad 300x250

সম্পর্কিত