leadT1ad

প্রবারণা পূর্ণিমা এল কোথা থেকে

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৮: ০৪

গৌতম বুদ্ধের জীবদ্দশায় একদল ভিক্ষু নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ এড়ানোর জন্য মৌন থাকার সিদ্ধান্ত নেন। তিন মাস পর বুদ্ধের কাছে সমাধানের জন্য গেলে তিনি এই পন্থাকে ‘পশুর মতো বোবা আচরণ’ বলে তিরস্কার করেন। তিনি বলেন, আত্মোন্নতির জন্য প্রয়োজন পারস্পরিক আলোচনা ও সমালোচনা। এরপরই তিনি ‘প্রবারণা’ বিধান চালু করেন। ‘প্রবারণা’ শব্দের অর্থ হলো আহ্বান বা নিজেকে অন্যের কাছে অর্পণ করা। তিন মাসব্যাপী বর্ষাবাস বা ধ্যান-সাধনা শেষে ভিক্ষুসংঘ এই দিনে একত্রিত হন। তখন তাঁরা প্রত্যেকে একে অপরকে বিনয়ের সঙ্গে বলেন, ‘আমার কোনো ভুলত্রুটি যদি আপনার চোখে পড়ে, তবে অনুগ্রহ করে বলুন, আমি নিজেকে সংশোধন করে নেব’। অহংবোধ ত্যাগ করে স্বেচ্ছায় নিজের সমালোচনা চাওয়ার এই প্রথাটিই হলো ‘প্রবারণা’, যা এই উৎসবের দার্শনিক ভিত্তি।

Ad 300x250

সম্পর্কিত