প্রবারণা পূর্ণিমা এল কোথা থেকে
গৌতম বুদ্ধের জীবদ্দশায় একদল ভিক্ষু নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ এড়ানোর জন্য মৌন থাকার সিদ্ধান্ত নেন। তিন মাস পর বুদ্ধের কাছে সমাধানের জন্য গেলে তিনি এই পন্থাকে ‘পশুর মতো বোবা আচরণ’ বলে তিরস্কার করেন। তিনি বলেন, আত্মোন্নতির জন্য প্রয়োজন পারস্পরিক আলোচনা ও সমালোচনা। এরপরই তিনি ‘প্রবারণা’ বিধান চালু করেন।