leadT1ad

জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা, ঐকমত্য কমিশনের সুপারিশই দায়ী: গণসংহতি আন্দোলন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৫: ১১
গণসংহতি আন্দোলন। সংগৃহীত ছবি

রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’-এর বাস্তবায়ন প্রক্রিয়া ঐকমত্য কমিশনের সুপারিশের কারণে অনিশ্চয়তার মুখে পড়ছে বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন। দলের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আশঙ্কার কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ঐকমত্য কমিশনের কিছু সুপারিশ জুলাই সনদের আলোচনার সঙ্গে সাংঘর্ষিক এবং কিছু সুপারিশ গণতান্ত্রিক রীতি পদ্ধতির অনুসরণ করে না। এই সুপারিশমালা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, যা সনদের বাস্তবায়নের সম্ভাবনাকে আশঙ্কার মুখে ফেলে দিচ্ছে।

গণসংহতি আন্দোলন জানায়, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের প্রস্তাবগুলোতে ভিন্নমতের উল্লেখ ছিল। কিন্তু সেই ভিন্নমত বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে কোনো স্পষ্ট নির্দেশনা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া মোটেই গণতান্ত্রিক নয়। এই প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে এবং জাতীয় পর্যায়ে অনৈক্য বাড়িয়ে দেবে।

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে জনগণের অনুমোদন গ্রহণ ছিল প্রধানতম গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রসঙ্গে গণসংহতি আন্দোলন বলে, তারা শুরু থেকেই সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করে এলেও, আগামী সংসদের নাম যে ‘সংবিধান সংস্কার পরিষদ’ হবে, সে বিষয়ে ঐকমত্য তৈরি হতে পারেনি। তারা মনে করে, এই বিষয়েও রাজনৈতিক ঐক্য ও সমঝোতার পথ অনুসরণ করা জরুরি।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা রাখা জরুরি। কিন্তু ঐকমত্য কমিশনের সুপারিশমালা দেখে মনে হচ্ছে, কমিশন সনদ বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা রাখতে পারছে না।

গণসংহতি আন্দোলন আশঙ্কা প্রকাশ করে আরও বলে, কোনো বিশেষ পক্ষকে খুশি করতে জাতীয় ঐকমত্যকে হুমকির মুখে ফেলা হচ্ছে বলে জনগণের ভেতরে ধারণা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতি দেশের গণতান্ত্রিক উত্তরণ ও জাতীয় স্বার্থের জন্য উদ্বেগজনক।

বিবৃতির শেষে গণসংহতি আন্দোলন অবিলম্বে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত