leadT1ad

বিভাজন তৈরি না করে সব দলকে নিয়ে সংলাপের আহ্বান রাষ্ট্র সংস্কার আন্দোলনের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংবাদ সম্মেলন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি না করে নতুন করে সংলাপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।

সংবাদ সম্মেলনে হাসনাত কাইয়ুম বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং ঐক্যের বিকল্প নেই। প্রত্যেকটা দলের কাছ থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।’

বিভাজনকে কমিয়ে আনার ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত কাইয়ুম বলেন, ‘রাষ্ট্রের সংস্কার, সংবিধান সংস্কারের বিষয়ে আমরা বহু আগে থেকেই বলে এসেছি। কিন্তু এসব সংস্কার কাজ বাস্তবায়ন করতে গিয়ে দলগুলোর মধ্যে বিভাজন থাকলে সেটা নিয়ে বসা দরকার। ঐকমত্য কমিশনে আমরা এতটাই নমনীয় ছিলাম যে সেখানে আমাদের দল কোনপ্রকার নোট অব ডিসেন্ট দেয় নাই।’

কোনো একটা রাজনৈতিক দলের বিষয় যেন জাতির ওপর ‘চাপিয়ে না দেয়‘ তা উল্লেখ করে হাসনাত কাইয়ুম বলেন, ‘সনদ ইস্যুতে বিভাজন বাড়লে সামনের নির্বাচন ভণ্ডুল হতে পারে। কোনো একটা রাজনৈতিক দল যেন জাতির ওপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে না দেয়, সেসব দল নিয়ে সরকারকে সজাগ থাকতে হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত