স্ট্রিম প্রতিবেদক
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। এর মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মাধ্যমে প্রতিশ্রুতি দেবে এবং পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে দুই বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকবে।
কিছু রাজনৈতিক দল প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে এখনই সাংবিধানিক সংশোধনীগুলো কার্যকর করার প্রস্তাব দিয়েছে। সালাহউদ্দিন বলেন, ‘এ ধরনের প্রক্রিয়া অতীতে রাষ্ট্রপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে প্রয়োগ করা হয়েছিল। তবে তখন তা সংবিধানের আংশিক বা পূর্ণাঙ্গ স্থগিত থাকার সময়ই করা হয়েছিল এবং পরবর্তী সংসদে বৈধতা নিশ্চিত করা হয়েছিল।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘বর্তমান সরকারের গঠন সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে করা হয়েছে। আর্টিকেল ১০৬ অনুযায়ী রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নিতে পারেন। এটি স্বচ্ছ এবং সংবিধানসম্মত প্রক্রিয়া।’
সালাহউদ্দিন উল্লেখ করেন, সংবিধানের বাইরে থাকা সংস্কারগুলো সরকার বাস্তবায়ন করতে পারবে। বিএনপি এবং অন্যান্য অংশগ্রহণকারী দলগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে জুলাই সনদের সমস্ত প্রতিশ্রুতি এবং সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ।
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। এর মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মাধ্যমে প্রতিশ্রুতি দেবে এবং পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে দুই বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকবে।
কিছু রাজনৈতিক দল প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে এখনই সাংবিধানিক সংশোধনীগুলো কার্যকর করার প্রস্তাব দিয়েছে। সালাহউদ্দিন বলেন, ‘এ ধরনের প্রক্রিয়া অতীতে রাষ্ট্রপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে প্রয়োগ করা হয়েছিল। তবে তখন তা সংবিধানের আংশিক বা পূর্ণাঙ্গ স্থগিত থাকার সময়ই করা হয়েছিল এবং পরবর্তী সংসদে বৈধতা নিশ্চিত করা হয়েছিল।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘বর্তমান সরকারের গঠন সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে করা হয়েছে। আর্টিকেল ১০৬ অনুযায়ী রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নিতে পারেন। এটি স্বচ্ছ এবং সংবিধানসম্মত প্রক্রিয়া।’
সালাহউদ্দিন উল্লেখ করেন, সংবিধানের বাইরে থাকা সংস্কারগুলো সরকার বাস্তবায়ন করতে পারবে। বিএনপি এবং অন্যান্য অংশগ্রহণকারী দলগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে জুলাই সনদের সমস্ত প্রতিশ্রুতি এবং সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ।
জাকসু নির্বাচন ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় হয়েছে এবং ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরাম।
৩ ঘণ্টা আগেজাকসু নির্বাচনকে ঘিরে ৩৩ বছরের অপেক্ষার অবসান হলেও, অনিয়ম, অব্যবস্থাপনা এবং পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) প্যানেল ও ছাত্রদল সমর্থিত প্যানেল। এদের সঙ্গে একাত্মতা প্রকাশ কর
৬ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা হবে ম্যানুয়ালি। বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম স্ট্রিমকে এ তথ্য জানান। তিনি বলেন, ভোটগ্রহণ শেষে তা ম্যানুয়ালি গণনা করা হবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এট
১৭ ঘণ্টা আগে১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরের বছরই প্রথম জাকসু নির্বাচন হয়। এরপর ১৯৭৪, ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮৯, ১৯৯০ ও ১৯৯১ সালসহ মোট ৮ বার নির্বাচন হয়েছে। ১৯৯২ সালে শেষবারের মতো নির্বাচন হয়।
২১ ঘণ্টা আগে