leadT1ad

জুলাই সনদে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত: সালাহউদ্দিন

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। এর মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মাধ্যমে প্রতিশ্রুতি দেবে এবং পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে দুই বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকবে।

কিছু রাজনৈতিক দল প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে এখনই সাংবিধানিক সংশোধনীগুলো কার্যকর করার প্রস্তাব দিয়েছে। সালাহউদ্দিন বলেন, ‘এ ধরনের প্রক্রিয়া অতীতে রাষ্ট্রপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে প্রয়োগ করা হয়েছিল। তবে তখন তা সংবিধানের আংশিক বা পূর্ণাঙ্গ স্থগিত থাকার সময়ই করা হয়েছিল এবং পরবর্তী সংসদে বৈধতা নিশ্চিত করা হয়েছিল।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘বর্তমান সরকারের গঠন সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে করা হয়েছে। আর্টিকেল ১০৬ অনুযায়ী রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নিতে পারেন। এটি স্বচ্ছ এবং সংবিধানসম্মত প্রক্রিয়া।’

সালাহউদ্দিন উল্লেখ করেন, সংবিধানের বাইরে থাকা সংস্কারগুলো সরকার বাস্তবায়ন করতে পারবে। বিএনপি এবং অন্যান্য অংশগ্রহণকারী দলগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে জুলাই সনদের সমস্ত প্রতিশ্রুতি এবং সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ।

Ad 300x250

সম্পর্কিত