বিইআইয়ের আয়োজনে জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমেদ
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। এর মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনে করেন, গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এখনো সম্পূর্ণ একমত হয়নি, যার কারণে নির্বাচন আয়োজন চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য পোষণ করতে পারিনি। সময় আছে,
চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন বলেন, ‘শেখ হাসিনার আমলে রাজনীতি ছিল কারাগারে, রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে, রাজনীতি নির্বাসিত ছিল শিলংয়ে। তিনি সাংবিধানিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে কবর দিয়েছেন।… দেশ ছেড়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের মানুষ নন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যারা নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।’
যাবতীয় সংস্কার পরবর্তী সংসদে হবে এবং এটিই বৈধ প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, পরবর্তী সংসদ সংস্কার বাস্তবায়ন করবে। এটিই বৈধ প্রক্রিয়া।
বিএনপি যেকোনো সময় ‘জুলাই সনদে’ সই করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।