leadT1ad

একই দিনে নির্বাচন ও গণভোট সনদ বাস্তবায়নে ঝুঁকি বাড়াবে: খেলাফত মজলিস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ খেলাফতে মজলিস। সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করাকে সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। একই সঙ্গে একই দিনে নির্বাচন ও গণভোটের ফলে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে মাওলানা আব্দুল বাছিত আজাদ এসব কথা বলেন।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক। এতে জন-অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটেছে। এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি।”

তবে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে যথার্থ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে। জনগণে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন সকল দলের জন্য সমান সুযোগ দিতে পারবে কি না—এ প্রশ্নও রয়েছে। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আরও জটিলতা তৈরি হতে পারে। যদি সরকার আন্তরিক হয়, গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা সম্ভব।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত