leadT1ad

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু জ্ঞানশ্রী মহাস্থবিরের প্রয়াণে ধর্ম উপদেষ্টার শোক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২৩: ৫৫
জ্ঞানশ্রী মহাস্তবির। সংগৃহীত ছবি

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা প্রয়াত ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ধর্ম উপদেষ্টা বলেন, ‘তিনি সুদীর্ঘকাল মেধা, মনন, সৃজনশীলতা ও প্রজ্ঞার আলোয় বাংলাদেশি বৌদ্ধ সমাজকে উদ্ভাসিত করে গেছেন। তিনি বুদ্ধের বাণী প্রচারের পাশাপাশি সমাজ সংস্কার ও জনহিতকর কর্মকাণ্ডে নিবেদিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ ও মানবিক কার্যক্রমের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

উল্লেখ্য, ড. জ্ঞানশ্রী মহাস্থবির আজ বিকেলে চট্টগ্রাম মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

Ad 300x250

সম্পর্কিত