leadT1ad

আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা বিশ্বাস করি: শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৪: ২৫
কথা বলছেন আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রায়ের তারিখ ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার প্রত্যাশা, ক্লায়েন্টরা খালাস পাবে। এটা আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘আমি লার্নেড ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালের সব বিচারকদের ধন্যবাদ জানাই যে তাঁরা অতি কষ্ট করে এই মামলার সাক্ষ্যগ্রহণ, জেরা ও সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং পরে রায়ের জন্য দিন ধার্য করেছেন। এজন্য তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা।’

আসামিপক্ষ সাক্ষীদের জবানবন্দি ও জেরার মাধ্যমে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ কিছু তথ্য আনতে সক্ষম হয়েছে দাবি করে আইনজীবী আমির হোসেন বলেন, ‘দালিলিক সাক্ষ্যেও আমি কনট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি। অনেক জায়গায় তা হয়েছে বলেও আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি মনে করি আমার আসামিরা খালাস পাবে।’

বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই। আমাকে কেউ কোনোভাবে ইন্টারাপ্ট করেনি, এটা আমি বলতে পারি। এর বাইরে কোনো অস্বচ্ছতা আছে কিনা, তা আমার জানা নাই। রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনোভাবে বাধা দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী যা যা দলিল আমার পাওয়ার কথা ছিল, সবই দিয়েছে। আমার তরফ থেকে চেষ্টার কোনো ঘাটতি ছিল না।’

মামলার শুনানিতে আসামিপক্ষকে কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার সীমাবদ্ধতা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। চেষ্টার কোনো ঘাটতি ছিল না। তবে আসামিরা উপস্থিত থাকলে কিছু ডকুমেন্টারি এভিডেন্স বা তথ্য দিতে পারতেন, যা আমার পক্ষে সহায়ক হতো। রাষ্ট্রপক্ষ যেভাবে ঘটনাগুলো বর্ণনা করেছে, তার বাইরে হয়তো অন্য দিকও থাকতে পারে—সেগুলো আমি পাইনি। এই জায়গাটা থেকেই সীমাবদ্ধতা।’

‘মক্কেলরা উপস্থিত থাকলে ফল ভিন্ন হতে পারত কি না’, এমন প্রশ্নে তিনি বলেন, ‘রায় এখনো হয়নি। তবে আসামিরা থাকলে ট্রায়ালটা, সাক্ষীদের জেরা ও জবাবদিহি আরও ভালোভাবে করা যেত।’

মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সম্পর্কে জানতে চাইলে আইনজীবী বলেন, ‘সে (রাজসাক্ষী) তো আসামি। নিজেকে বাঁচানোর জন্য তিনি আমার মক্কেলদের ওপর দায় চাপিয়েছেন এবং নিজেকে অ্যাপ্রুভার হিসেবে ঘোষণা করেছেন।’

আসামিদের খালাসের অনেকগুলো যুক্তি আছে বলেও দাবি করেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত