leadT1ad

২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগীয় কমিশনার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপ্রশাসন সাজাতে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথমে ৯ জেলায়, পরে আরেকটি প্রজ্ঞাপনে ১৪ জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়েছে। এ ছাড়াও চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আগের দুই ধাপে পদায়ন হওয়া ২৯ ডিসির মধ্যে বিতর্কের মুখে থাকা ডিসিদের মধ্যে ৬ জনকে প্রত্যাহার ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা, নারায়ণগঞ্জ, পাবনা, ঢাকা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙামাটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল আনছে অন্তর্বর্তী সরকার। এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশত জেলার ডিসি পদে রদবদল আনল সরকার। গত ৮ নভেম্বর মধ্যরাতে ১৫ জেলায় এবং ৯ নভেম্বর আরও ১৪ জেলায় মোট ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের ডিসি পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুর, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সিগঞ্জ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোণায় এবং অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়ি, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানকে কুমিল্লা এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফাকে পাবনা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিমকে ঢাকা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামুল আহসানকে রংপুর, ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসানকে যশোর এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবিরকে মেহেরপুরের ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলামকে নোয়াখালী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে গাজীপুর, ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে গাইবান্ধা, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে কুড়িগ্রাম, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলমকে মাদারীপুর, দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেলকে মৌলভীবাজার, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন–৫) নর্দার্ন রুট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম সুমনকে বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাসলিমা আক্তারকে বরগুনা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফীকে রাঙামাটির ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিতর্কের মুখে থাকা ৬ ডিসিকে প্রত্যাহার

এছাড়া ১২ জেলার ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। যাঁদের মধ্যে বাগেরহাট থেকে নোয়াখালীতে বদলি করা ডিসি কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, ভোলা থেকে বদলি করে গাজীপুরে ডিসি হিসেবে বদলি করা আজাদ জাহানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, বরগুনা থেকে ঢাকায় বদলি করা ডিসি শফিউল আলমকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, সিরাজগঞ্জ থেকে গাইবান্ধায় বদলি করা ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে বিদ্যুৎ বিভাগের উপসচিব করা হয়েছে।

তাঁদের মধ্যে কামরুল হাসান আওয়ামী লীগ সরকারের অন্যতম সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০০৯ সাল থেকে দীর্ঘ বছর তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত ছিলেন। মাঠ প্রশাসনে কাজের পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকলেও পরপর দুই জেলায় ডিসি হন তিনি।

আজাদ জাহানের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পঞ্চগড়ের সাবেক ডিসি জহুরুল ইসলামের সঙ্গে রাজনৈতিক কর্মীর মতো ‘জয় বাংলা–জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন তিনি। এ ছাড়া দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার ডিসি এবং ৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরের ডিসি হিসেবে বদলির নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

সাবেক জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানের সময়ের করা ডিসি ফিটলিস্ট থেকে বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনায় পদায়ন করা হয়েছিল। তিনি আওয়ামী লীগ আমলে ২০১৮ সালে উপসচিব হন। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলছে।

মেহেরপুরের ডিসি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিলেন।

চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

এছাড়া দেশের চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বিভাগগুলো হলো—খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে খুলনায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে রাজশাহী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মিজ ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত