leadT1ad

‘লকডাউন’ কর্মসূচি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ নিরাপত্তাকর্মী সাময়িক বহিষ্কার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২৩: ৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ জন নিরাপত্তাকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। প্রশাসন তাদের কারণ দর্শানোর নোটিশও দিয়েছে।

বৃহ্স্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্ট্রিমকে জানান, “দায়িত্বে অবহেলার কারণে ৫ জন নিরাপত্তাকর্মীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

বরখাস্তকৃত নিরাপত্তাকর্মীদের মধ্যে রয়েছেন— মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), এবং মো. আলী আহমেদ (কার্জন হলের পেছনের গেট)।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভবনের ফটকের তালা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত