.png)

স্ট্রিম প্রতিবেদক

‘ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার ঘোষণা জামায়াত আমিরের’ এমন শিরোনামের একটি খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এক পক্ষ বলছেন, জামায়াত আমিরের এই বক্তব্য নারীবিরোধী। আরেক পক্ষ বলছেন, আমিরের বক্তব্য সংবাদ মাধ্যমের ফটোকার্ডে সঠিকভাবে উদ্ধৃত হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে স্থানীয় সময় রাতে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে একটি নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এর আয়োজন করে কোয়ালিশন অব আমেরিকান এসোসিয়েশন (কোবা) নামের একটি সংগঠন। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বক্তব্যে নারীর কর্মঘণ্টা অংশে জামায়াত আমিরকে বলতে শোনা যায়, ‘আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, মায়েদেরকে বাড়তি আরেকটু সম্মান করব। আমার মা, তিনি তাঁর গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তাঁর বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন-পোষণ করছেন, আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমারও আট ঘণ্টা, তাঁরও আট ঘণ্টা, এটা কি তাঁর ওপর অবিচার নয়? আমরা (ক্ষমতায়) গেলে ইনশাআল্লাহ, তাঁদের কর্মঘণ্টা ইনশাআল্লাহ কমিয়ে দেব।
এর পরে জামায়াত আমির বলেন, ‘তাঁর সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাঁকে সম্মান করার জন্য। এটাই হবে তাঁদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাআল্লাহ আমরা যদি আট ঘণ্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই সিনসিয়ার এতই কমিটেড যে, তাঁরা চিন্তা করবে যে সরকার বা দেশ আমাদের সম্মান দিয়েছে, আমাদের উচিৎ আট ঘণ্টার কাজ পাঁচ ঘণ্টায় সেরে দেওয়া।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষকে যখন সম্মান দেওয়া হয়, তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক, তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে। আমরা আমাদের মায়েদেরকে মায়ের সম্মান দেব ইনশাআল্লাহ।’

‘ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার ঘোষণা জামায়াত আমিরের’ এমন শিরোনামের একটি খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এক পক্ষ বলছেন, জামায়াত আমিরের এই বক্তব্য নারীবিরোধী। আরেক পক্ষ বলছেন, আমিরের বক্তব্য সংবাদ মাধ্যমের ফটোকার্ডে সঠিকভাবে উদ্ধৃত হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে স্থানীয় সময় রাতে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে একটি নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এর আয়োজন করে কোয়ালিশন অব আমেরিকান এসোসিয়েশন (কোবা) নামের একটি সংগঠন। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বক্তব্যে নারীর কর্মঘণ্টা অংশে জামায়াত আমিরকে বলতে শোনা যায়, ‘আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, মায়েদেরকে বাড়তি আরেকটু সম্মান করব। আমার মা, তিনি তাঁর গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তাঁর বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন-পোষণ করছেন, আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমারও আট ঘণ্টা, তাঁরও আট ঘণ্টা, এটা কি তাঁর ওপর অবিচার নয়? আমরা (ক্ষমতায়) গেলে ইনশাআল্লাহ, তাঁদের কর্মঘণ্টা ইনশাআল্লাহ কমিয়ে দেব।
এর পরে জামায়াত আমির বলেন, ‘তাঁর সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাঁকে সম্মান করার জন্য। এটাই হবে তাঁদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাআল্লাহ আমরা যদি আট ঘণ্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই সিনসিয়ার এতই কমিটেড যে, তাঁরা চিন্তা করবে যে সরকার বা দেশ আমাদের সম্মান দিয়েছে, আমাদের উচিৎ আট ঘণ্টার কাজ পাঁচ ঘণ্টায় সেরে দেওয়া।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষকে যখন সম্মান দেওয়া হয়, তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক, তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে। আমরা আমাদের মায়েদেরকে মায়ের সম্মান দেব ইনশাআল্লাহ।’
.png)

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, দলটির অপর অংশের আয়োজিত দশম জাতীয় সম্মেলন সংক্রান্ত আবেদন নিয়ে কোনো করণীয় নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
৪ ঘণ্টা আগে
বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। স্ব-বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার জন্য সবাইক
৫ ঘণ্টা আগে