leadT1ad

কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ ড্রেজিং করা: মৎস্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০: ৫৪
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সংগৃহীত ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ হলো ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা, যা এ অঞ্চলের মানুষের দাবি।

আজ সোমবার (২৭ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘কাপ্তাই হ্রদে ক্রমাগত পলি জমে যাওয়ার ফলে হ্রদটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে পানির স্তর হ্রাস পাচ্ছে, যার কারণে উপরের স্তরে চলাচলকারী বড় আকারের মাছগুলো টিকে থাকতে পারছে না। ফলস্বরূপ, হ্রদে ছোট মাছের আধিক্য বৃদ্ধি পেয়েছে এবং বড় মাছের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কাপ্তাই হ্রদকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য উপদেষ্টা বলেন, ‘কাপ্তাই হ্রদে দূষণের পরিমাণও দিন দিন বাড়ছে, এখানে হ্রদে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এ বিষয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মীসহ অন্যরা।

সভার শুরুতে কাপ্তাই হ্রদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে একটি ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম।

এরপর বিকেলে উপদেষ্টা কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ পরিদর্শন করেন। এ সময় বিএফডিসি-এর চেয়ারম্যান ফারাহ শাম্মী, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত