
.png)

‘ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার ঘোষণা জামায়াত আমিরের’ এমন শিরোনামের একটি খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এক পক্ষ বলছেন, জামায়াত আমিরের এই বক্তব্য নারীবিরোধী। আরেক পক্ষ বলছেন, আমিরের বক্তব্য সংবাদ মাধ্যমের ফটোকার্ডে সঠিকভাবে উদ্ধৃত হয়নি।

অফিসে এক নতুন ভাইরাসের আবির্ভাব দেখছেন? সংক্রমণের লক্ষণ সময়মত অফিস থেকে বের হয়ে যাওয়া, উইকেন্ডে ইমেইলের রিপ্লাই না দেওয়া এবং প্রমোশনের পিছনে জীবন-যৌবন না ঢেলে দেওয়া। এই ভাইরাসের উদ্ভাবক বলা হচ্ছে জেন-জিদের। ভেসে আসছে ‘কোয়ায়েট কুয়িটিং’ এর মত টার্ম। কেন জেন-জি সব জায়গার মত কর্মক্ষেত্রেও বিদ্রোহী?

জেন-জি’রা কর্মী হিসেবে অলস। এই অভিযোগ কর্পোরেট বস মহলে কমন। আসলেই কি তাই? জেন-জি’রা কর্মক্ষেত্রে ঢুকেছে অল্প কিছুদিন হল। কিন্তু এরই মধ্যে চাকরি ছাড়ার রেটে তারা এগিয়ে আছে, চাকরিতে তারা পুরো মনোযোগ দেয় না –এসব নালিশ তাদের বিরুদ্ধে প্রবল। আরেকদিকে জেন-জি টিকটকার, রিলমেকার, লেখকরা বলছে এই প্রবণতাগুলো সত