leadT1ad

হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন, শুনানি কাল

কুষ্টিয়ায় ৬ হত্যা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৮: ০৮
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

আজ সোমবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর আদালতে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান তিনি।

ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আবেদনটি নথিভুক্ত করে, এ বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষে শুনানি করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন।

এই মামলায় অভিযুক্ত অপর তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সদরুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে অবহিত করে যে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

আদালতে অভিযোগ উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ আনা হয়েছে। এই অপরাধ একটি “যৌথ অপরাধ চক্র” (জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ)-এর মাধ্যমে সংঘটিত হয়েছে এবং এটি ছিল ছাত্র-জনতার বিরুদ্ধে একটি “ব্যাপক-বিস্তৃত” (ওয়াইডস্প্রেড) ও “পদ্ধতিগত” (সিস্টেমেটিক) আক্রমণের অংশ।’

শুনানি শেষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘মাহবুব উল আলম হানিফ ও অন্যান্যদের মামলায় আজ চিফ প্রসিকিউটর শুনানি করেছেন। আমি সময় চেয়ে আবেদন করেছি। মাননীয় আদালত আমাকে আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত সময় দিয়েছেন। আমি আগামীকাল শুনানি করব।’

Ad 300x250

সম্পর্কিত