.png)

স্ট্রিম প্রতিবেদক

বিএনপি সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়, তারা এখন বলে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। জামায়াতের গণভোট আগে হবে নাকি পরে হবে এই রাজনীতি জাতীয় নির্বাচন পেছানোর দুরভিসন্ধি হিসেবে দেখি।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নাহিদ ইসলাম।
জুলাই সনদে কবে স্বাক্ষর করবে এনসিপি এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘ড. ইউনূসের জুলাই সনদ নিয়ে আদেশ জারির খসড়া দেখার পরই এনসিপি স্বাক্ষর করবে।
আদেশটা ড. ইউনূসেরই জারি করতে হবে, চুপ্পু সাহেবের আদেশ জারির বৈধতা নেই।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল যেদিন স্বাক্ষর করেছে সেদিনই জাতীয় অনৈক্য তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো কোনো বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে।'
বিএনপি ও জামায়াত রাজনীতির ফোকাস অন্য দিকে নিয়ে যাচ্ছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, 'গণভোট আগে হবে না পরে হবে এটাকে এখন প্রধান ইস্যু বানিয়েছে বিএনপি-জামায়াত। এটাও ভুল রাজনীতি। গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে আগেও হতে পারে—এটা মেজর ইস্যু না। গণভোট ইলেকশনের আগে নাকি পরে এই দ্বন্দ্ব অপ্রয়োজনীয়। এইটা নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত।'
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও জোট নিয়ে নাহিদ ইসলাম বলেন, 'দুই আঞ্চলিক মুখ্য সংগঠক নির্বাচন নিয়ে কাজ করছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা করছি আমরা। যদি নির্বাচনী জোটে এনসিপি যায় তাহলে যারা সংস্কারের পক্ষে থাকবে তাদের সাথেই জোটে যাওয়া সম্ভব। নির্বাচন বিষয়ে দলগুলোর অবস্থান দেখে সামগ্রিক সিদ্ধান্ত নেবে এনসিপি।'
আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, 'আওয়ামী লীগ প্রশ্নে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ সামনের নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র করতে পারে। তারা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে। এদিকে আওয়ামী লীগের হত্যাকান্ডকে ভারত বৈধতা দিয়েছে বলেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছে। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় তাহলে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করতে হবে। তা না হলে সম্পর্ক শীতলই থাকবে।'
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে। তাদের বিচার আদালতেই হবে বলে জানান নাহিদ ইসলাম।

বিএনপি সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়, তারা এখন বলে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। জামায়াতের গণভোট আগে হবে নাকি পরে হবে এই রাজনীতি জাতীয় নির্বাচন পেছানোর দুরভিসন্ধি হিসেবে দেখি।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নাহিদ ইসলাম।
জুলাই সনদে কবে স্বাক্ষর করবে এনসিপি এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘ড. ইউনূসের জুলাই সনদ নিয়ে আদেশ জারির খসড়া দেখার পরই এনসিপি স্বাক্ষর করবে।
আদেশটা ড. ইউনূসেরই জারি করতে হবে, চুপ্পু সাহেবের আদেশ জারির বৈধতা নেই।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল যেদিন স্বাক্ষর করেছে সেদিনই জাতীয় অনৈক্য তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো কোনো বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে।'
বিএনপি ও জামায়াত রাজনীতির ফোকাস অন্য দিকে নিয়ে যাচ্ছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, 'গণভোট আগে হবে না পরে হবে এটাকে এখন প্রধান ইস্যু বানিয়েছে বিএনপি-জামায়াত। এটাও ভুল রাজনীতি। গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে আগেও হতে পারে—এটা মেজর ইস্যু না। গণভোট ইলেকশনের আগে নাকি পরে এই দ্বন্দ্ব অপ্রয়োজনীয়। এইটা নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত।'
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও জোট নিয়ে নাহিদ ইসলাম বলেন, 'দুই আঞ্চলিক মুখ্য সংগঠক নির্বাচন নিয়ে কাজ করছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা করছি আমরা। যদি নির্বাচনী জোটে এনসিপি যায় তাহলে যারা সংস্কারের পক্ষে থাকবে তাদের সাথেই জোটে যাওয়া সম্ভব। নির্বাচন বিষয়ে দলগুলোর অবস্থান দেখে সামগ্রিক সিদ্ধান্ত নেবে এনসিপি।'
আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, 'আওয়ামী লীগ প্রশ্নে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ সামনের নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র করতে পারে। তারা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে। এদিকে আওয়ামী লীগের হত্যাকান্ডকে ভারত বৈধতা দিয়েছে বলেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছে। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় তাহলে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করতে হবে। তা না হলে সম্পর্ক শীতলই থাকবে।'
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে। তাদের বিচার আদালতেই হবে বলে জানান নাহিদ ইসলাম।
.png)

নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়-সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১০ ঘণ্টা আগে
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ আতঙ্কে আছে উল্লেখ করে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের আজ রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের শত্রুরা আবার সক্রিয় হয়ে উঠছে এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
১১ ঘণ্টা আগে
চলতি মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে বিখ্যাত ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের। তবে তাঁকে নিয়ে এসে দেশে বিতর্ক সৃষ্টি করা উচিত নয় বলে জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ।
১৩ ঘণ্টা আগে