দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ আতঙ্কে আছে উল্লেখ করে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের আজ রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান। এ সময় তাঁর পাশে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতারা।
মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তাহের বলেন, মানুষ আতঙ্কে আছে, এটি দূর করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তিনি বলেন, ‘আমি বিএনপিকে অনুরোধ করবো, আসুন বিএনপি এবং জামায়াতে ইসলামী আমরা একসঙ্গে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন, দেশের জন্য গুরুত্বপূর্ণ জুলাই সনদ, সনদের জন্য গণভোট, জাতীয় নির্বাচনসহ আসুন সব ইস্যু নিয়ে আমরা বসি।’
তিনি আরও বলেন, ‘উত্তেজনা হইছে, আবার পানি ঢাইলা দিলে তো আগুন নিভে যাবে। বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো এই ধরনের দায়িত্বহীন ও অস্পষ্টতা চায় না। মানুষ চায় একটা সমঝোতা, একটা আলোচনা। আমি সেই আলোচনার জন্য আহ্বান করছি।’
জামায়াতে ইসলামী ও বিএনপি সমঝোতার কাছাকাছি এলে বাকি রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গেও আলোচনা করা যাবে জানিয়ে তাহের বলেন, তখন এটি হবে একটি সার্বজনীন আলোচনা। এটি হলে এখন সংকটের যে আভাস পাওয়া যাচ্ছে সেখান থেকে জাতি পরিত্রাণ পাবে।
সমন্বয় ও সমঝোতায় সংকট কাটাতে পারলে জাতি স্বস্তি পাবে বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা।
প্রায় ৪৫ মিনিটের সংবাদ সম্মেলনে তাহের একাই বক্তব্য রাখেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।
শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তাহের বলেন, ‘সরকার এক ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিচ্যুডে আজকের বার্নিং ইস্যুগুলো হ্যান্ডেল করার চেষ্টা করছে। তাদের বক্তব্য হচ্ছে কিছুটা আপনাদের সন্তুষ্ট করবো, কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করবো, কিছুটা অন্যদের সন্তুষ্ট করবো– এ রকম একটা পদক্ষেপ। এটা তো কোনো হালুয়া-রুটির ভাগাভাগির বিষয় নয় যে, আপনাদের কিছু হালুয়া দিলাম, অন্যদেরও কিছু হালুয়া দিলাম। এটি হচ্ছে জাতির ভাগ্য পরিবর্তনের অত্যন্ত ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’
বিএনপির দাবি নোট অব ডিসেন্টসহ গণভোট প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘নোট অব ডিসেন্ট দ্বিমত প্রকাশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও এমন নেই, যেখানে নোট অব ডিসেন্টসহ গণভোট হয়েছে। নোট অব ডিসেন্টসহ কোনো গণভোটের নজির এখন পর্যন্ত সারা দুনিয়াতে কোথাও নাই।’
গণভোট হলে ৮০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেবে। বিএনপি না চাইলে মাত্র ২০ শতাংশ ‘না’ ভোট দেবে বলেও মন্তব্য করেন তাহের। জাতীয় নির্বাচনে গণভোটের প্রতিফলন পড়তে পারে এই আশঙ্কা থেকেই বিএনপি নির্বাচনের আগে গণভোট চাইছে না জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি যতই উসকানি দিক, জামায়াত বিএনপির সঙ্গে বিরোধ বা ঝগড়ায় লিপ্ত হতে চায় না।’