leadT1ad

সুদানে চলমান গণহত্যার প্রতিবাদে জাবি শাখা ছাত্রশক্তির কর্মসূচি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২৩: ৫৮
সুদানে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। স্ট্রিম ছবি

সুদানে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। কর্মসূচিটি সঞ্চালনা করেন শাখা ছাত্রশক্তির সংগঠক কাজী মেহরাব তূর্য।

এসময় শাখা ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, ‘আজ আমরা সেই সুদানবাসীদের হয়ে কথা বলতে এসেছি, যারা দীর্ঘ ৩০ বছর ধরেও কোনো স্থায়ী স্বাধীনতা পায়নি। আজ আমরা তাদের কথা বলতে এসেছি, যাদের ব্যাপারে আমাদের মানবতা এবং সবকিছু শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সুদানের নাগরিকদের ওপর শুধু অমানবিক হত্যাযজ্ঞ না বরং তাদের নারীদের প্রতিও চলছে ভয়াবহ সহিংসতা।’

ফারহানা বিনতে জিগার ফারিনা আরও বলেন, ‘আমরা জাতিসংঘকে বলে দিতে চাই যে আমরা আপনাদের মত সিলেক্টিভ রাজনীতি করি না। আমরা বিশ্ববাসীকে বলে দিতে চাই যে আমরা শুধু ফিলিস্তিনি বা রোহিঙ্গা ইস্যুতে কথা বলি না। কারণ ফিলিস্তিনি আমাদের ধর্ম এবং রোহিঙ্গা আমাদের পাশে রয়েছে। আমরা বরং সকলের বিষয়ে কথা বলি। আমরা বরং সকলের বিষয়ে সোচ্চার থাকি।’

যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আমরা দেখছি যে সুদানে অমানবিকভাবে প্যারামিলিটারি আরএসএফ গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যার প্রতিবাদে জাতিগত নিধনের প্রতিবাদে আজকে আমরা জাতীয় ছাত্রশক্তি অবস্থান নিয়েছি। আমরা দেখছি যে স্পষ্টত আরব আমিরাত এই বিদ্রোহী গোষ্ঠী আরএসএফ কে সহযোগিতা করছে, যার বিনিময়ে তারা স্বর্ণ নিচ্ছে এবং তার বিনিময়ে তারা সেখানে অস্ত্র পাচার করছে। সেই অস্ত্র দিয়ে সুদানের নিরীহ মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে। সুদানের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। এক বছরের শিশুও সেই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না।’

সংগঠনটির আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘আমরা দেখেছি যে সুদানে নিরীহ শিশু, নারী এবং বৃদ্ধদের যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখছি সোশাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখেছি যে বিশ্বশক্তিগুলো একদম নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই নীরবতা শুধুমাত্র লজ্জাজনক নয়। এটা এই যে সুদানের যে গণহত্যা, সেই গণহত্যা যে একটা অপরাধ, এই অপরাধেরও শামিল।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত