leadT1ad

ব্যবসা সহজ করতে সরকারের নানা উদ্যোগ, এক প্ল্যাটফর্মে মিলবে ২৯টি সেবা

বাসস
বাসস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২৩: ৩৯
ঢাকায় বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: বাসস

বিনিয়োগ পরিবেশ উন্নত করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উদ্যোগে চলমান সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায়। শতভাগ রপ্তানিমুখী শিল্পের জন্য বিনা মূল্যে (এফওসি) আমদানি নীতি চূড়ান্তকরণ, বন্দর আধুনিকায়ন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন সরকারি সেবা একত্রিত করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে।

আজ রোববার (২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, ‘বাস্তবায়ন ও পারস্পরিক জবাবদিহি নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।’

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে জানানো হয়, শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য ‘ফ্রি অব চার্জ’ (এফওসি) আমদানিতে থাকা কোটার বিধান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী দুই সপ্তাহের মধ্যে নীতিমালায় অন্তর্ভুক্ত হবে। এই পদক্ষেপের ফলে রপ্তানিমুখী শিল্পের ব্যয় কমবে এবং বৈশ্বিক বাজারে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণ, স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সফটওয়্যার চালু এবং বিপজ্জনক পণ্যের সঠিক ব্যবস্থাপনার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, বিনিয়োগকারীদের জন্য ‘বাংলাদেশ বিজনেস পোর্টাল’-এর দ্বিতীয় ধাপ আগামী ডিসেম্বরের মধ্যে চালুর কথা রয়েছে, যার মাধ্যমে ২৯টি ভিন্ন ভিন্ন সরকারি সেবা একটিমাত্র প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক বন্দরের আশপাশের ব্যাংক শাখাগুলোতে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা চালু করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সঙ্গতি রেখে এটি ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীদের হয়রানি কমাতে ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, বিডা এখন থেকে মাসিক ভিত্তিতে সব বিনিয়োগ সংস্থার প্রকল্প তথ্য সংগ্রহ করবে, যা বিনিয়োগের প্রবণতা ও বাস্তবায়নের অগ্রগতি বিশ্লেষণে সহায়তা করবে।

এ ছাড়া, আগামী ডিসেম্বরে বিডা, পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে কার্বন বাণিজ্য ও টেকসই বিনিয়োগবিষয়ক একটি কর্মশালা আয়োজন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত