চলতি মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে বিখ্যাত ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের। তবে তাঁকে নিয়ে এসে দেশে বিতর্ক সৃষ্টি করা উচিত নয় বলে জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ।
আজ রোববার (২ নভেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমের স্বাক্ষর করা বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী ও মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম বলেছেন, তাঁরা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের আগ্রহ ও আমন্ত্রণের খবর শুনেছেন। তাঁরা বলেন, ‘আমরা মনে করি, বর্তমান সময়টি ডা. জাকির নায়েকের সফরের জন্য উপযুক্ত নয়।’
বিবৃতি বলেন তাঁরা মনে করেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে একটি সংবেদনশীল রাজনৈতিক রূপান্তর পর্যায়ে রয়েছে। দেশটি একটি কর্তৃত্ববাদী শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের পথে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সময়ে দেশের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল।’ তাঁদের মতে, এই সময় জাকির নায়েকের সফরের জন্য উপযুক্ত নয়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান ডা. জাকির নায়েককে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছে।
জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফরের খবরে ভারতও প্রতিক্রিয়া জানিয়েছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’
বিবৃতিতে এই প্রসঙ্গ উল্লেখ করে জমিয়ত নেতারা বলেন, ‘আমরা এও লক্ষ্য করছি যে ভারত সরকার ড. জাকির নায়েকের আগমন নিয়ে আপত্তি জানিয়েছে এবং তাঁকে ভারতে ফেরত পাঠানোর দাবি তুলেছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ সক্ষম। তবে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি যে, অপ্রয়োজনীয় কূটনৈতিক উত্তেজনা এড়ানোই হবে সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ।’