leadT1ad

বায়ুদূষণ রোধে কঠোর সরকার, সাভারের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২২: ৪৭
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ঢাকার বায়ুদূষণ রোধে অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন, বিআরটিএ এবং রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে অংশ নেবে।

আজ রোববার (২ নভেম্বর) রাজধানীর পানি ভবনে ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষিত ঢাকা জেলার সাভার এলাকার কোনো অবৈধ ইটভাটা চালু থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, এখন থেকে ভবন নির্মাণ বা মেরামতের কাজ অবশ্যই ঢেকে রেখে করতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, বিভিন্ন উদ্যানে ঝরাপাতা ও বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে এবং যারা ময়লা-আবর্জনা পুড়িয়ে বায়ুদূষণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জানানো হয়, নগরের রাস্তার মাঝখানের বিভাজকে বৃক্ষ ও লতাগুল্ম রোপণ করা হবে, যা দূষণ শোষণে সহায়তা করবে। এর পাশাপাশি, সিটি করপোরেশনকে নিয়মিত পানি ছিটিয়ে রাস্তার ধুলা নিয়ন্ত্রণে রাখার জন্য বলা হয়েছে। উপদেষ্টা জানান, বায়ুদূষণ রোধে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

সভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত