স্ট্রিম প্রতিবেদক
গতকাল রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন যে দলীয় লোগোটি সামনে এসেছিল, সেটি সরিয়ে ফেলেছে দলটি। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামায়াত নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতের বৈঠকের সময় লোগোটি কার্যালয়ে দেখা যায়নি।
আজ সোমবার সকালে একই কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও অন্য নেতাদের সঙ্গে বৈঠক হয় ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জির। তবে এসময় আগের জায়গায় লোগোটি আর দেখা যায়নি। শুধু দলটির নাম বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় লেখা রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আজ সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানান, লোগোটি প্রস্তাবিত ছিল। কিন্তু চূড়ান্ত না হওয়ায় সেটি সরিয়ে ফেলা হয়েছে। প্রস্তাবিত এমন আরও কয়েকটি লোগো রয়েছে। বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হওয়ার পরই নতুন লোগো লাগানো হবে।
এর আগে গতকাল সকালে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এবং দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত দুটি বৈঠকেই জামায়াতের পুরোনো লোগোর জায়গায় নতুন লোগো দেখা যায় ওইদিন।
রোববার সামনে আসা নতুন লোগোতে দেখা গেছে, আগের লোগোতে থাকা আরবিতে লেখা ‘আল্লাহু’ ও পবিত্র কুরআনের আয়াত ‘আকিমুদ্দিন’ নতুন লোগোতে নেই। গতকালই আমূল বদলে যাওয়া লোগোটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার সৃষ্টি হয়। ওই সময় যোগাযোগ করা হলে জামায়াতের পক্ষ থেকে স্ট্রিমকে জানানো হয়, লোগো নিয়ে দলটি পরীক্ষা চালাচ্ছে। কয়েকটি লোগো রয়েছে তাদের হাতে, এখন পর্যন্ত কোনো লোগোই চূড়ান্ত করা হয়নি। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে শিগগির চূড়ান্ত লোগো নির্ধারণ করা হবে।
জামায়াতের আগের লোগোটিতে সবুজ গম্বুজের ভেতর লাল হরফে আরবিতে ‘আল্লাহু’ লেখা ছিল, তার ওপরে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। আর সবুজ গম্বুজের গোঁড়ায় ছিল পবিত্র কুরআনের আয়াতের অংশ ‘আকিমুদ্দিন’ (তোমরা দ্বীন প্রতিষ্ঠা কোরো)।
পুরনো লোগোর জায়গায় সামনে আসা নতুন লোগোতে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য, তার ওপরে একটি কলম রয়েছে। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এর নিচে সোনালী অক্ষরে বাংলা, আরবি ও ইংরেজিতে লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’।
লোগো পরবির্তনের জানতে চাইলে গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানিয়েছিলেন, লোগোটি চূড়ান্ত নয়। কয়েকটি লোগো নিয়ে পরীক্ষা করা হচ্ছে, সবার প্রতিক্রিয়া দেখা হচ্ছে, এরপর দলের নির্বাহী পরিষদের সভায় চূড়ান্ত করা হবে কোন লোগোটি রাখা হবে। তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলের নতুন লোগো প্রকাশ করা হতে পারে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আগের লোগোটি অনেক পুরাতন। নতুন প্রেক্ষাপটে নতুন লোগো তৈরির প্রস্তাব এসেছে। আসলে আগের লোগোটি যখন করা হয়েছিল তখন নান্দনিক ডিজাইনের এত সুযোগ ছিল না।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পবিত্র কুরআন আমাদের হৃদয়ে আছে, আমলে (কর্মে) আছে, আমাদের চরিত্রে আছে। আমরা কুরআনেরই আন্দোলন করি। কুরআনের বিধানের জন্যই আমাদের সবকিছু। কুরআনের আয়াত আমরা কীভাবে ছাড়ব।’ নতুন লোগো আসতে খুব একটা দেরি হবে না বলেও তিনি জানান।
গতকাল রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন যে দলীয় লোগোটি সামনে এসেছিল, সেটি সরিয়ে ফেলেছে দলটি। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামায়াত নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতের বৈঠকের সময় লোগোটি কার্যালয়ে দেখা যায়নি।
আজ সোমবার সকালে একই কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও অন্য নেতাদের সঙ্গে বৈঠক হয় ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জির। তবে এসময় আগের জায়গায় লোগোটি আর দেখা যায়নি। শুধু দলটির নাম বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় লেখা রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আজ সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানান, লোগোটি প্রস্তাবিত ছিল। কিন্তু চূড়ান্ত না হওয়ায় সেটি সরিয়ে ফেলা হয়েছে। প্রস্তাবিত এমন আরও কয়েকটি লোগো রয়েছে। বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হওয়ার পরই নতুন লোগো লাগানো হবে।
এর আগে গতকাল সকালে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এবং দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত দুটি বৈঠকেই জামায়াতের পুরোনো লোগোর জায়গায় নতুন লোগো দেখা যায় ওইদিন।
রোববার সামনে আসা নতুন লোগোতে দেখা গেছে, আগের লোগোতে থাকা আরবিতে লেখা ‘আল্লাহু’ ও পবিত্র কুরআনের আয়াত ‘আকিমুদ্দিন’ নতুন লোগোতে নেই। গতকালই আমূল বদলে যাওয়া লোগোটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার সৃষ্টি হয়। ওই সময় যোগাযোগ করা হলে জামায়াতের পক্ষ থেকে স্ট্রিমকে জানানো হয়, লোগো নিয়ে দলটি পরীক্ষা চালাচ্ছে। কয়েকটি লোগো রয়েছে তাদের হাতে, এখন পর্যন্ত কোনো লোগোই চূড়ান্ত করা হয়নি। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে শিগগির চূড়ান্ত লোগো নির্ধারণ করা হবে।
জামায়াতের আগের লোগোটিতে সবুজ গম্বুজের ভেতর লাল হরফে আরবিতে ‘আল্লাহু’ লেখা ছিল, তার ওপরে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। আর সবুজ গম্বুজের গোঁড়ায় ছিল পবিত্র কুরআনের আয়াতের অংশ ‘আকিমুদ্দিন’ (তোমরা দ্বীন প্রতিষ্ঠা কোরো)।
পুরনো লোগোর জায়গায় সামনে আসা নতুন লোগোতে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য, তার ওপরে একটি কলম রয়েছে। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এর নিচে সোনালী অক্ষরে বাংলা, আরবি ও ইংরেজিতে লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’।
লোগো পরবির্তনের জানতে চাইলে গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানিয়েছিলেন, লোগোটি চূড়ান্ত নয়। কয়েকটি লোগো নিয়ে পরীক্ষা করা হচ্ছে, সবার প্রতিক্রিয়া দেখা হচ্ছে, এরপর দলের নির্বাহী পরিষদের সভায় চূড়ান্ত করা হবে কোন লোগোটি রাখা হবে। তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলের নতুন লোগো প্রকাশ করা হতে পারে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আগের লোগোটি অনেক পুরাতন। নতুন প্রেক্ষাপটে নতুন লোগো তৈরির প্রস্তাব এসেছে। আসলে আগের লোগোটি যখন করা হয়েছিল তখন নান্দনিক ডিজাইনের এত সুযোগ ছিল না।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পবিত্র কুরআন আমাদের হৃদয়ে আছে, আমলে (কর্মে) আছে, আমাদের চরিত্রে আছে। আমরা কুরআনেরই আন্দোলন করি। কুরআনের বিধানের জন্যই আমাদের সবকিছু। কুরআনের আয়াত আমরা কীভাবে ছাড়ব।’ নতুন লোগো আসতে খুব একটা দেরি হবে না বলেও তিনি জানান।
অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াতে ইসলামী কাড়াকাড়ি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোক নিয়োগ করিয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই বক্তব্যকে জামায়াত ও বিএনপি 'দায় এড়ানো' মন্তব্য হিসেবে দেখছে।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের নিউইয়র্কে এই সফর ঘিরে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে জেএফকে বিমানবন্দরে। সেখানে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
৭ ঘণ্টা আগেবার্ধ্যক্যজনিত নানা জটিলতা নিয়ে গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন তোফায়েল আহমেদ। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।
৭ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচনের আগেই দলীয় প্রধান নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান এ বছরই নিজের মেয়াদকাল শেষ করতে যাচ্ছেন। আগামী মাসেই আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দলটি।
১৯ ঘণ্টা আগে